বাংলা ও বাঙালি বিরোধী বিজেপি-কে সবং থেকে উতখাত করে দিতে বললেন শুভেন্দু অধিকারী

রাজ্য
শেয়ার করুন

বাংলায় যারা গণহত্যা ঘটিয়েছে সেই সিপিএমের শিরদাঁড়া ভেঙে গেছে। ওদের আর ঘুরে দাঁড়াতে হবে না।

যারা ধর্ম নিয়ে, জাত-পাত তুলে বাংলায় সন্ত্রাস সৃষ্টির চক্রান্ত শুরু করেছে, সেই বিজেপি এখন সিপিএমের হার্মাদ নেত্রী অন্তরা ভট্টাচার্য্যকে প্রার্থী করেছে।

আমরা যাদের ডাস্টবিনে ফেলে দিয়েছি তাদের ডাস্টবিন থেকে তুলে বিজেপি মঞ্চে বসিয়ে বড় বড় কথা বলছে।

৩৪ বছরের জমানায় বামেরা যে কাজ করেছে তার চেয়ে অনেক বেশি কাজ করেছেন মা-মাটি-মানুষ-এর সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল    ছবি-রামপ্রসাদ সাউ

এসপিটি নিউজ, সবং, ১৭ ডিসেম্বরঃ আজ ছিল সবং উপ-নির্বাচনের প্রচারের শেষ রবিবার। রবিবারের প্রচারে রীতিমত ঝড় তুললেন রাজ্যে তৃণমূল কংগ্রেস ও মা-মাটি-মানুষ সরকারের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। একদিকে তিনি যেমন সিপিএম ঠিক তেমনি বিজেপিকেও রাজনৈতিকভাবে তুলোধনা করেন। সবং-এর জলচকে উপচে পড়া জনসভায় দাঁড়িয়ে দলের কর্মী-সমর্থকদের মনে করিয়ে দেন-সবং-এর উপ-নির্বাচনের ভোটে বিজেপি যেন একটিও ভোট না পায়। বাংলা ও বাঙালি বিরোধী বিজেপি-কে যেন সবং থেকে একেবারে উতখাত করা হয়।

সবং বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী গীতারানী ভুঁইয়ার সমর্থনে জলচকে রবিবার এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী, জলসম্পদ উন্নয়নমন্ত্রী সৌমেন মহাপাত্র, সাংসদ মানস ভুঁইয়া, দলের জেলা সভাপতি অজিত মাইতি, যুব সভাপতি রমাপ্রসাদ গিরি, সভাধিপতি উত্তরা সিংজ হাজরা সহ অন্যান্যরা। সভায় প্রধান বক্তা রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “৩৪ বছরে বামেরা রাজ্যে নন্দীগ্রাম, নেতাই, সিঙ্গুর, ছোট আঙারিয়া, বেনাচাপড়া কঙ্কালকাণ্ডের মতো অনেক গণহত্যা ঘটিয়েছে। নন্দীগ্রামে ৪২জন কৃষককে খুন করেছে। ১২০০ কৃষকের বাড়ি লুঠপাট করে আগুন লাগিয়ে দিয়েছিল। লালগড়ের নেতাই গ্রামে ৯জনকে গুলি করে খুন করেছিল। সেই সিপিএম বলছে, সবং-এর উপ-নির্বাচনে ঘুরে দাঁড়াবে। তাদের শিরদাঁড়া ভেঙে গেছে। বাংলার বুকে তাদের আর ঘুরে দাঁড়াতে হবে না।”

তিনি আরও বলেন, আমরা যাদের ডাস্টবিনে ফেলে দিয়েছি তাদের ডাস্টবিন থেকে তুলে বিজেপি মঞ্চে বসিয়ে বড় বড় কথা বলছে। বাংলা ও বাঙালি বিরোধী বিজেপিকে সবং উপ-নির্বাচনে সমূলে উতখাত করার জন্য তিনি আহ্বান জানান। তিনি বিজেপি পরিচালিত কেন্দ্র সরকারের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে বলেন, বাংলাকে বরাবর কেন্দ্র বঞ্চণা করে চলেছে। বাংলার উন্নয়ন ওরা নাকি চোখে দেখতে পায়নি। ওরা ধর্ম নিয়ে জাত-পাত তুলে বাংলায় সন্ত্রাস সৃষ্টির চক্রান্ত শুরু করেছে, বিজেপি সিপিএমের হার্মাদ নেত্রী অন্তরা ভট্টাচার্য্যকে প্রার্থী করেছে। বিজেপি যাতে একটিও ভোট না পায় সে ব্যাপারে দলের কর্মী-সমর্থকদের সজাগ থাকতে নির্দেশ দেন।

এদিনের সভায় রাজ্য সরকার ৬ বছরে কি কি উন্নয়নমূলক কাজ করেছে তার খতিয়ান তুলে ধরেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বামেরা তাদের ৩৪ বছরের জমানায় যে কাজ করেছে তার চেয়ে অনেক বেশি কাজ করেছে মা-মাটি-মানুষ-এর সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিনের সভায় দাঁড়িয়ে আগামী ২১ ডিসেম্বর সবং বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী গীতারানী ভুঁইয়াকে বিপুল ভোটে জয়ী করে উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান। এদিন তিনি জলচকের পাশাপাশি বলপাই এলাকাতেও দলীয় প্রার্থীর সমর্থনে জনসভায় বক্তব্য রাখেন।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

71 + = 72