Published on: জানু ২৭, ২০১৯ @ ২২:১১
এসপিটি নিউজ ডেস্কঃ প্রবল শীতের প্রকোপ চলছে এখন উত্তরের রাজ্যগুলিতে। যার মধ্যে উত্তরাখণ্ড, হিমাচলপ্রদেশ, জম্মু ও কাশ্মীর উল্লেখযোগ্য। রবিবার যেমন উত্তরাখণ্ডের চামোলিতে গারসেইনে বিধানসভা ভবনের চারিদিকে বরফে ঢেকে যেতে দেখা গেছে। ঠিক তেমনি হিমাচলপ্রদেশের কুলু জেলার সাংহার উপত্যকায় বরফে ছেয়ে গেছে। বরফে মুড়ে গেছে সোলাং উপত্যকার বিস্তীর্ণ এলাকাও।দেখে নেওয়া যাক ওইসব এলাকার ছবিগুলি।
Published on: জানু ২৭, ২০১৯ @ ২২:১১