বন্যায় ক্ষতিগ্রস্ত চাষিরা তাকিয়ে গ্যাঁদা ফুলের দিকে, পারবেন কি ঘুরে দাঁড়াতে

রাজ্য
শেয়ার করুন

  • অপরাজিতা জোয়ারদার, উত্তর দিনাজপুর : সম্প্রতি বন্যায় উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ব্লক ব্যপক ক্ষতিগ্রস্ত হয়েছ। বিশেষ করে জেলার ইটাহার ব্লক। এই ব্লকে ব্যপক কৃষি জমির ক্ষতি হওয়ায় মাথায় হাত পড়েছে কৃষকদের। তবে বন্যা পরবর্তী পরিস্থিতিতে কৃষিজমির ক্ষতি কাটিয়ে ফের চাষাবাদ করার চেষ্টা চালাচ্ছেন চাষিরা। বর্তমানে লাভের আশায় গ্যাঁদাফুলের চাষ শুরু করেছেন তারা। প্রতিবছরই এই মরসুমে ইটাহার সহ জেলার কালিয়াগঞ্জ, রায়গঞ্জের নল ডাঙ্গি, পারধা সহ বিভিন্ন গ্রামে গ্যাঁদা ফুলের চাষ করে আসছেন জেলার ফুল চাষিরা। তবে এবছর বন্যায় কৃষি জমির ক্ষতি হওয়ায় চিন্তায় পড়েছেন তারা। ফুলচাষি সুপদ সরকার বলেন, এক বিঘা জমিতে গ্যাঁদা ফুল চাষ করতে জলসেচ, সার বাবদ খরচ হয় প্রায় দশ হাজার টাকা। কিন্তু এবছর বন্যার জলে ডুবে গিয়েছিলো বিঘার পর বিঘা কৃষি জমি। জল নামলেও জমি ফুলচাষের পক্ষে কতটা উপযোগী আছে তা নিয়ে চিন্তিত তিনি। ফি বছরই এই সময়ে ফুল চাষ করে কিছুটা লাভের মুখ দেখতেন তারা। তবে এবছর এখনও পর্যন্ত ফুলের দামও তেমন পাচ্ছেন না তারা। তবে এখনও অক্লান্ত পরিশ্রম করে তাদের কৃষিজমির ফুলগাছের পরিচর্যা করে চলেছেন তারা। আশা..আগামীদিনে যদি লাভের মুখ দেখেন তারা.. তাহলে বন্যার ক্ষতি কাটিয়ে ফের ঘুরে দাঁড়াতে পারবেন তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 7 = 2