Published on: মে ২৭, ২০১৮ @ ১৯:২৮
এসপিটি নিউজ ডেস্কঃ দেশ বিরোধী কার্যকলাপের জন্য তো আইন আছে। এজন্য কোনও সংগঠন কি দোষী ব্যক্তির শাস্তি দিতে পারে? লাভ জিহাদের বিরুদ্ধে সাম্প্রতিককালে যা দেখা গেছে তা কি আইন অনুসারে হয়েছে। যে বা যারা এর পিছনে রয়েছে আইনের চোখে তারাও সমানভাবে দোষী। কিন্তু দেশদ্রোহী কিংবা লা জিহাদের বিরুদ্ধে সরব হয়ে তাদের নিয়ন্ত্রণ করতে আসরে নেমেছে বজরং দল। এই প্রশিক্ষন তাদের অধীনেই চলছে মধ্যপ্রদেশের রাজগড় এলাকায়।
রবিবার সংবাদ সংস্থা এএনআই তিনটি ছবি ট্যুইট করেছে। তার একটি ছবিতে দেখা যাচ্ছে বেশ কয়েক জন যুবককে বজরং দল আগ্নেয়াস্ত্র হাতে ধরিয়ে তারা প্রশিক্ষন চালাচ্ছে। আর একটি ছবিতে দেখা গেছে তারাই বেশ কয়েকজন যুবককে আবার লাঠি চালানোর প্রশিক্ষন দিচ্ছে। তৃতীয় ছবিতে দেখা গেছে মধ্যপ্রদেশের ডিস্ট্রিক্ট কনভেনর রাজ সিং সোন্ধিয়াকে।যেখানে তিনি তাঁর বক্তব্য রাখছেন।
সংবাদ সংস্থা এএনআই-কে বজং দলের ঐ কনভেনর জানিয়েছেন, “এটা আমাদের রুটিন ক্যাম্প। বছরে এই প্রশিক্ষন শিবির তারা চালান। এর উদ্দেশ্য হল দেশ বিরোধী আর লাভ জিহাদে জড়িতদের নিয়ন্ত্রণ করা।” এখন প্রশ্ন উঠছে, এধরনের কাজ তারা কি করতে পারেন।যেখানে আইনের শাসন আছে যেখানে থানা পুলিশ, আদালত আছে সেখানে একটি পৃথক সংস্থা প্রকাশ্যে এভাবে যুবকদের হাতে আগ্নেয়াস্ত্র তুলে দিয়ে প্রশিক্ষণ দিতে পারে কি?
Published on: মে ২৭, ২০১৮ @ ১৯:২৮