ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা রাজ্যে, পূর্বাভাস হাওয়া অফিসের

Main আবহাওয়া রাজ্য
শেয়ার করুন

Published on: ফেব্রু ২, ২০২২ @ ১৮:১৭

এসপিটি নিউজ, কলকাতা, ২ ফেব্রুয়ারি:   আবারও পশ্চিমী ঝঞ্ঝার প্রকোপ পশ্চিমবঙ্গে। এর জের ফের আবহাওয়ার পরিবর্তন হতে পারে। ফলে আগামিকাল থেকেই রাজে ঝড়-বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। উপ-হিমালয় সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কাল থেকেই শুরু হতে পারে ঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। হাওয়া অফিসের পূর্বাভাসে এমনটাই সতর্কতা জারি করা হয়েছে।

হাওয়া অফিসের সতর্কতা

আলিপুর আবহাওয়া আফিস থেকে এক বিজ্ঞপ্তিতে সতর্কতা জানিয়ে বলা হয়েছে যে আগামিকাল বৃহস্পতিবার বৃহস্পতিবার ৩ ফেব্রুয়ারি উপ-হিমালয় পশ্চিমবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাগুলির এক বা দুই জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় হতে পারে৷পরদিন অর্থাৎ শুক্রবার ৪ ফেব্রুয়ারি উপ-হিমালয় পশ্চিমবঙ্গ এবং মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিমের সমস্ত জেলাগুলিতে এক বা দুটি জায়গায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় শিলাবৃষ্টি সহ ভারী বৃষ্টি (৭-১১ সেমি) হতে পারে । এছাড়াও পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় এক বা দুটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা আছে।৩ ফেব্রুয়ারি, ২০২২ থেকে একটি সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব ভারতকে প্রভাবিত করতে পারে।

আজ কেমন ছিল আবহাওয়া

আলিপুর আবহাওয়া অফিস সূত্রের খবর- উপ-হিমালয় পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার এক বা দুটি জায়গায় শিলাবৃষ্টি হয়েছে। (মিডিয়া রিপোর্ট) পশ্চিমবঙ্গের দার্জিলিং, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার এক বা দুটি জায়গায় ঘন থেকে খুব ঘন কুয়াশা পড়েছে। পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দু-এক জায়গায় অগভীর থেকে মাঝারি কুয়াশা পড়েছে।উপ-হিমালয় পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলার এক বা দুটি জায়গায় খুব হালকা থেকে হালকা বৃষ্টিপাত হয়েছে। রাজ্যের বাকি অংশে আবহাওয়া শুষ্ক ছিল।

রাজ্যে জেলাগুলিতে তাপমাত্রা

আজকের সর্বনিম্ন তাপমাত্রা এক বা দুটি জায়গায় প্রশংসনীয়ভাবে বেড়েছে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এক বা দুটি জায়গায় প্রশংসনীয়ভাবে হ্রাস পেয়েছে; উপ-হিমালয় পশ্চিমবঙ্গের এক বা দুটি জায়গায় প্রশংসনীয়ভাবে বেড়েছে। রাজ্যের অন্য কোথাও বড় কোনো পরিবর্তন ঘটেনি।উপ-হিমালয় পশ্চিমবঙ্গের অনেক জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম ছিল; গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এক বা দুই জায়গায় স্বাভাবিকের চেয়ে কম এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্য জায়গায় স্বাভাবিকের চেয়ে বেশি।রাজ্যের সমতল ভূমিতে AMFU মাঝিয়ানে (দক্ষিণ দিনাজপুর) সর্বনিম্ন সর্বনিম্ন তাপমাত্রা ৮.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এদিন রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা ছিল আসানসোল ১২.৫, বালুরঘাট ১৩.৬, বাঁকুড়া ১২.২, বারাকপুর ১৬.০, বসিরহাট ১৩.৫, বহরমপুর ১৩.০, বর্ধমান ১৫.৬, কাঁথি ১২.৫, কোচবিহার ৯.১, দীঘা ১৭.২, হলদিয়া ১৯.১, জলপাইগুড়ি ৯.৫, কলাইকুন্ডা ১২.০, কলকাতা ১৭.৪, কৃষ্ণনগর ১৪.০, মালদা ১৩.০, মেদিনীপুর ১৪.১, পানাগড় ১০.৬, পুরুলিয়া ১১.১, শিলিগুড়ি ১০.০, শ্রীনিকেতন ১১.২, উলুবেড়িয়া ১৬.২ ডিগ্রি সেলসিয়াস।

Published on: ফেব্রু ২, ২০২২ @ ১৮:১৭


শেয়ার করুন