Published on: জানু ৯, ২০১৯ @ ১৯:৫৯
এসপিটি নিউজ ডেস্কঃ আর কয়েকদিন বাদেই সারা ভারত জুড়ে মহা সমারোহে পালিত হবে প্রজাতন্ত্র দিবস। দেশের জওয়ানরা সর্বদাই দেশের জন্য নিজের দায়ত্ব পালন করে চলেছে্ন। প্রবল ঠান্ডায় নিজেদের প্রাণ উপেক্ষা করে দেশের পতাকা তুলে ধরে হিমালয়ের উচ্চ পর্বতমালায় সুরক্ষার কাজ করে চলেছেন।তারা সকলেই মনে করেন দেশ আগে তারপর নিজের প্রাণ। দেশ থাকলে আমরা থাকব। তাই দেশ মা-কে রক্ষা করাই তাদের একমাত্র ধর্ম। তারা গর্বিত তার ভারতীয়। তারা আরও গর্বিত আমাদের ত্রিবর্ণ রঞ্জিত পতাকাকে সঙ্গে নিয়ে তারা হিমালয়ের উচ্চ শিখরেও অকুতোভয় দিন যাপন করছেন। পালন করে চলেছেন নিজের দায়িত্ব। এসবই দেশ মায়ের আশীর্বাদ ছাড়া হতে পারে না। বুধবার তারা চারটি ছবি ট্যুইট করে লিখেছেন-
“বড়ে দেশ কা মান/অউর হো উত্থান সমৃদ্ধি কী সিন্ধু কা/হামকো প্রাণো সে বড়কর পেয়ারি/হামারা রাষ্ট্র -পতাকা।”
যে ছবিতে দেখা যাচ্ছে হিমালয়ের এক দুর্গম এলাকায় ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ ফোর্সের ৯জন জওয়ান সশস্ত্র অবস্থায় দেশের সুরক্ষার দায়িত্ব সামলাচ্ছেন। তাদের একজন হাতে আমাদের জাতীয় পতাকা তুলে ধরে আছেন।
Published on: জানু ৯, ২০১৯ @ ১৯:৫৯