Published on: জুলা ৪, ২০২০ @ ১৫:০১
এসপিটি নিউজ: গতকাল ভোরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পৌঁছে গেছিলেন লাদাখে। সেখানে তিনি দেশের সৈন্যদের নিয়ে বৈঠক করেন। তাদের উদ্বুদ্ধ করেন। জানিয়ে দেন -দেশের সার্বভৌমত্ব ও অখন্ডতা রক্ষার ক্ষেত্রে কোনও আপোষ চলবে না। এর আগে তিনি গতকালই প্রাচীন সিন্দু নদ দর্শন করেন। সেখানে গিয়ে তিনি পূজাও সারেন। সিন্দুর তীরে দাঁড়িয়ে দেশবাসীর মঙ্গল কামনা করেন।
প্রধানমন্ত্রীর এই দেশ ভক্তি দেশের প্রতিটি মানুষের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে বলে মনে করছেন চিন্তাবিদরা। বিশেষ করে ভারতের পন্ডিত সমাজ যাদের কাছে ভারত এক বড় দৃষ্টান্ত। যে দেশকে নিয়ে সত্যিই আমাদের গর্ব করার মতো জায়গা আছে। আর সেটাই করছেন আমাদের প্রধানমন্ত্রী।
গতকালই সৈন্যদের সামনে দাঁড়িয়ে তিনি দৃপ্ত কণ্ঠে বলেছিলেন- লাদাখের এই পাহাড়-পর্বত, কাঁকড়-ইট-পাথর, নদী সবই আমাদের দেশের সঙ্গে জড়িয়ে আছে। যুগ যুগ ধরে এইসব আমাদের সমস্ত কাজকর্মের সাক্ষী হয়ে আছে। আপনারা যে সাহস দেখিয়েছেন এভাবেই নিজেদের এগিয়ে নিয়ে চলুন। দেশ আপনাদের সঙ্গে আছে।
Published on: জুলা ৪, ২০২০ @ ১৫:০১