ভোট চলার সময় মোদীর রোড শো, নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ আনল কংগ্রেস-“নির্বাচন কমিশন বিজেপি-র কাঠপুতুল হয়ে কাজ করছে”

দেশ
শেয়ার করুন

এসপিটি নিউজ ডেস্কঃ আজ গুজরাটে দ্বিতীয় দফার ভোট। ভোট চলার সময় কংগ্রেসের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ আনল।দলীয় মুখপাত্র রণদীপ সিং সুরজওয়ালা এদিন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বলেন, নির্বাচন কমিশন-এক সম্মানজনক প্রতিষ্ঠান, কিন্তু গুজরাটের ভোটে যা চলছে তা দেখে না বলে পারছি না- নির্বাচন কমিশন বিজেপি-র হাতের পুতুল হয়ে গেছে।

নির্বাচন কমিশন বিজেপির শাখা সংগঠন-এ পরিণত হয়েছে।এটা নির্বাচন কমিশনের পক্ষে লজ্জ্বার বিষয়। আজ গুজরাটে ভোট গ্রহণ চলছে। আর মোদী রোদ শো করছেন।সুরজওয়ালা ক্ষোভ প্রকাশ করে বলেন, এসব রোড শো, সি প্লেন দিয়ে ভোট প্রভাবিত করা যাবে না। তাঁর প্রশ্ন, নির্বাচন কিভাবে এটা দেখেও কিছু করছে না? তারপর তাঁর সংযোজন ‘ আসলে নির্বাচন চোখ বন্ধ করে আছে অথবা ঘরে ঘুমিয়ে আছে। তারা বিজেপি-র কাঠপুতুল হয়ে কাজ করছে।’ আমরা বলছি-আপনারা জেগে উঠুন।আজ একাধিকবার কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে। কিন্তু তারা আমাদের বিকেলে সময় দিয়েছে। ততক্ষণে ভোট হয়ে যাবে।

প্রধানমন্ত্রী নিয়ম ভঙ্গ করে রোদ শো করছে। মিডিয়া তা দেখাচ্ছে। অথচ নির্বাচন কমিশনের চোখে কিছুই পড়ছে না। আসলে তারা অন্ধ হয়ে গেছে-বলেন কংগ্রেস মুখপাত্র সুরজওয়ালা।     ছবিঃ পিটিআই      


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 16 = 18