সংবাদদাতা-সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়
Published on: জানু ৯, ২০১৮ @ ১৭:৫৩
এসপিটি নিউজ, বারুইপুর, ৯ জানুয়ারিঃ তোমরা যে আসবে তা যদি আগে জানতাম তবে…..
সত্যি, এতদিন ধরে আগ্নেয়াস্ত্র বিক্রি করছে কোনওদিন এমন হ্যাপায় পড়তে হয়নি, শেষে পুলিশের সামনে সমস্ত জারি-জুরি ধরা পড়ে গেল। জয়নগরের অস্ত্র মজুতের ঘর থেকে মুজিবর রহমান গায়েনের স্থান এখন পুলিশের শ্রীঘরে। সেখানে নিশ্চয় তার অনেক কথাই মনে পড়ছে!পুলিশ তার কাছ থেকে উদ্ধার করেছে দুটো সিঙ্গল ব্যারেল বন্দুক ও একটি সিক্স সাটার।
এই অস্ত্র কারবারীকে গ্রেফতারের জন্য বারুইপুর জেলা পুলিশ অনেক দিন ধরেই সুযোগ খুঁজছিল। কিন্তু সুযোগ আসছিল না। কিন্তু তারা হাল ছাড়ে নি। নানাভাবে তারা ঐ অস্ত্র কারবারীদের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছিল। এরপর তাদের মধ্যে ফাইনাল কথা হয়ে যেতেই পুলিশ এবার নিজের ছক বিছিয়ে ফেলে। অস্ত্র কারবারীও তখন জানতে পারেনি ক্রেতা সেজে আসছে তাদের ‘যম’।এক একটা বন্দুকের দামও জানিয়ে দেয় ৪৫ হাজার টাকা।
এবার সোমবার সন্ধ্যায় বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ জয়নগর থানার পুলিশকে সঙ্গে নিয়ে সোজা গিয়ে হহাজির হয় নতুন হাট বাজারে। যেখানে অস্ত্র নিয়ে অপেক্ষা করছিল মুজিবর। এবার সে যখন দেখে যারা আসছে তাদের সঙ্গে জয়নগর থানার পুলিশ সেই মুহূর্তে ছুটে পালাতে যায়। কিন্তু বেশি দূর যেতে পারেনি। পুলিশের হাতে ধরা পড়ে যায় মুজিবর রহমান গায়েন। তার কাছ থেকে উদ্ধার হয় দুটি এক নলা বন্দুক। জয়নগর থানায় তাকে তুলে এনে চলছে জেরা। পুলিশ মনে করছে ধৃত মুজিবরকে জেরা করে অস্ত্র কারবারের আরও অনেক তথ্য মিলতে পারে।
Published on: জানু ৯, ২০১৮ @ ১৭:৫৩