
Published on: মে ১৬, ২০২১ @ ২১:৫০
এসপিটি নিউজ: করোনার দ্বিতীয় ঢেউ-এর ভয়াবহতা দেখে ফের জনসাধারণের জন্য পুরীর শ্রীজগন্নাথ দেবের মন্দির আগামী ১৫ জুন অবধি বন্ধ থাকবে।আজ ওড়িশা প্রশাসন ও মন্দির প্রশাসনের মধ্যে বৈঠকের পরই মন্দির জনসাধারণের বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কোভিড বিধি মেনে মন্দিরের ভিতরে পুজার্চ্চনার কাজকর্ম চলবে।
ওড়িশার সংবাদ পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়েছে যে শ্রী জগন্নাথ দেবের মন্দির ১৫ জুন অবধি জনসাধারণের জন্য বন্ধ থাকবে। অর্থাৎ এই সময় কালে মন্দিরে প্রভুর শ্রীজগন্নাথ দেবকে দর্শনের অনুমতি পাবেন না সাধারণ ভক্তরা। ভক্তদের জন্য 15 জুন পর্যন্ত মন্দিরে প্রভুর দর্শন অনুমোদিত নয়।
জানিয়ে রাখা ভাল যে গত ২৪ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত করোনা মহামারীর কারণে মন্দির বন্ধ রাখা হয়েছিল। অনেকেই তাকিয়ে হিল যে এবার কি মন্দির খুলবে? প্রশ্ন থাকলেও বর্তমান পরিস্থিতি দেখে বেশি ভাগ মানুষের মনেই আশঙ্কা ছিল যে করোনার বাড়বাড়ন্তে এই মুহূর্তে কোনওভাবেই মন্দির খোলা রাখা সম্ভব নয়, অন্তত জনসাধারণের জন্য তো নয়ই।
আজ স্থানীয় জেলা প্রশাসন ও মন্দির প্রশাসনের মধ্যে এক জরুরী বৈঠক হয়। সেখানে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। করোনার মহামারী দেখে মন্দির বন্ধ রাখার মেয়াদ বাড়ানো হয়েছে। তারপরই সিদ্ধান্ত নেওয়া হয় যে মন্দির জনসাধারনের জন্য আগামী ১৫ জুন অবধি বন্ধ থাকবে। তবে সীমিত পরিষেবাদি দিয়ে মন্দিরে শ্রীজগন্নাথ দেবের পুজো ও নিয়ম-নীতি আগের মতো চালিয়ে যেতে বলা হয়েছে।
Published on: মে ১৬, ২০২১ @ ২১:৫০