Published on: নভে ৩, ২০১৮ @ ২২:৪৩
এসপিটি নিউজ, কলকাতা, ৩ অক্টোবরঃ প্রতিভা থাকলে তার বিকাশ ঘটবেই ঘটবে- তা আরও একবার প্রমাণ করে দিল কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশ। সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি তরুণ প্রজন্মের প্রতিভার বিকাশকে তুলে ধরতেও যে তারা সমানভাবে সক্রিয় সেটা আবারও উঠে এল তাদের এক সুন্দর প্রয়াসের মাধ্যমে।রাজ্যের চার তরুণ ফুটবলারকে গলি থেকে রাজপথে দেখানোর সুযোগ তৈরি করে দিল তারা। আগামী ৬ নভেম্বর তারা পাড়ি দিচ্ছে প্রাক্তন ফুটবল বিশ্ব চ্যাম্পিয়নের দেশ জার্মানি।সেখানে তারা চার দিনের এক প্রশিক্ষনে অংশ নেবেন।
রাজ্যের নানা প্রান্তের তরুন প্রজন্মের প্রতিভা সামনে নিয়ে এসে তাদের যথাযথ মর্যাদা দিয়ে প্রশিক্ষিত করে তোলার প্রয়াস শুরু হয়েছে। সেই মতো কলকাতা পুলিশের উদ্যোগে যেমন ফ্রেন্ডশিপ কাপ ফুটবল বা পাড়া ফুটবল চালু হয়েছে ঠিক তেমনই রাজ্য পুলিশের উদ্যোগে হচ্ছে কমিউনিটি রিলেশনশিপ ডেভেলপমেন্ট টুর্নামেন্ট। সেখান থেকেই তুলে আনা হচ্ছে প্রতিভাবানদের।
তারই অঙ্গ হিসেবে কলকাতা পুলিশ নির্বাচিত করে লোকনাথ মণ্ডল এবং শেখ রিন্টু নামের দুজন প্রতিশ্রুতিমান খেলোয়াড়কে। আর দার্জিলিং পুলিশ মণীশ সুব্বাকে এবং ঝাড়গ্রাম জেলা পুলিশ দেব কুমার খিরালিকে।এই চার তরুন প্রতিভাবান ফুটবলারকে যাতে আগামিদিনের জন্য আরও ভাল করে গড়ে তোলা যায় সেই হিসেবে বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়।প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন দেশ জার্মানির বিখ্যাত ফুটবল ক্লাব ইন্ট্র্যাখট ফ্র্যাঙ্কফুর্ট-এর আমন্ত্রণে তাদের সেদেশে নিয়ে যাওয়া হচ্ছে।আগামী ৬ নভেম্বর তারা রওনা দিচ্ছে জার্মানি। ফিরবেন ১৩তারিখ।এই গোটা প্রক্রিয়াটির সমন্বয়ের দায়িত্বে রয়েছে কলকাতার ফুটবল নেক্সট ফাউন্ডেশন।
এই প্রতিশ্রুতিমান খেলোয়াড়দের সাহায্য করার আশ্বাস দিয়ে ফ্রাঙ্কফুর্ট সিটির পক্ষ থেকে পাঠানো আনুষ্ঠানিক আমন্ত্রণপত্রটি কলকাতার নগরপালের হাতে তুলে দেন কলকাতার জার্মান দূতাবাসের কনসাল জেনারেল মাইকেল ফেইনার। সেই মতো গতকাল লালবাজারে এক অনুষ্ঠানে প্রতিভাবান চার ফুটবলারকে সম্বর্ধনা দেওয়া হয়। তাদের হাতে খেলার সরঞ্জামও তুলে দেওয়া হয়।
জানা গেছে, এই ছোট্ট সফরে চার তরুন ফুটবলারদের জন্য স্বল্প সময়ের এক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট শহরে। সেই সঙ্গে ইন্ট্র্যাখট ফ্র্যাঙ্কফুর্ট ক্লাবের ফুটবলারদের সঙ্গে এক সেশনেও অংশ নেবেন তারা। এছাড়াও, ১২ নভেম্বর, ফ্রাঙ্কফুর্টের কমার্স ব্যাঙ্ক এরিনাতে বুন্দেশলিগার একটি ম্যাচ সরাসরি মাঠে বসে দেখার সুযোগও তারা পাবেন।
Published on: নভে ৩, ২০১৮ @ ২২:৪৩