
Published on: নভে ৩, ২০২০ @ ১৫:৪৯
Reporter: Rajesh Bhuiya
এসসপিটি নিউজ, পূর্ব মেদিনীপুর, ৩ নভেম্বর: সাতসকালেই ভয়াবহ দুর্ঘটনায় কেঁপে উঠল কোলাঘাটে ৬ নম্বর জাতীয় সড়ক। নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট গাড়ি বেশ কয়েকবার পাল্টি খেল। গাড়িতে থাকা এক তরুণী ও চালক ছিটকে পড়ল রাস্তায়। ররুণীর মৃত্যুর পরই দানা বাঁধতে শুরু করেছে রহস্য। পরিচয় ঘিরে রয়েছে ধোঁয়াশা।পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
যেভাবে ঘটে গেল দুর্ঘটনা
পূর্বমেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের বরদাবাড় এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কে মঙ্গলবার সকালে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল আটটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। খড়্গপুরের দিক থেকে অত্যন্ত দ্রুতগতিতে একটি প্রাইভেট কার হাওড়ার দিকে যাচ্ছিল। কোলাঘাটের বরদাবাড় গ্রামের কাছে আসতেই গাড়ির চালক সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে গাড়িটি বেশ কয়েকবার পাল্টি খেয়ে রাস্তার বিপরীত লেনে চলে যায়। গাড়ি থেকে ছিটকে পড়েন চালক এবং এক তরুণী। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। আসে পুলিশ। রাস্তায় ছিটকে পড়া ছাত্রীকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।তবে চালকের অবস্থাও আশঙ্কাজনক। তার মাথা সহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত রয়েছে বলে জানা গিয়েছে।
মৃত তরুণীর পরিচয় নিয়ে ধোঁয়াশা
এদিকে মৃত তরুণীর পরিচয় নিয়ে ধোঁয়াশা দেখে দেয়। স্থানীয় মানুষ তাকে কলেজ ছাত্রী বলে উল্লেখ করলেও তার কোনও প্রমাণ মেলেনি। এমনকী, গাড়ি থেকে একটি ডায়েরি উদ্ধার হয়। সেখান থেকে অনুমান করা হয়ে যে মেয়েটির নাম সম্ভবত সুস্মিতা পাড়ুই। মৃতদেহটি ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ।এখন গাড়ির নম্বর প্লেট দেখে পুলিশ গাড়ির মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে।উঠছে একাধিক প্রশ্ন।
১) গাড়িটি কি মেয়েটির নিজেদের?
২)গাড়িয়তে কি মেয়েটির সঙ্গে একটি মাত্র ডায়েরি ছিল?
৩) এখন রাজ্যে স্কুল-কলেজ বন্ধ, তাহলে মেয়েটি এত সকালে গাড়িতে চেপে কোথায় যাচ্ছিল?
৪)মেয়েটি যে কলেজ ছাত্রী, তার কি কোনও প্রমাণ আছে?
৫)বাড়ির লোকজনকে কি জানিয়েই মেয়েটি বাড়ি থেকে বেড়িয়েছিল?
৬) গাড়ি চালানোর সময় চালক কি স্বাভাবিক অবস্থায় ছিল?
৭) জাতীয় সড়কে গাড়ি চালানোর সময় ‘স্পিড লিমিট’ বেঁধে দেওয়া থাকে, তা কি চালক জানতো না?
এই প্রশ্নগুলির জবা খুঁজছে পুলিশ। তবে চালক যদি একটু সুস্থ হয় তাহলে তার কাছ থেকে প্রশ্নের জবাবগুলি পেতে অনেক সহজ হবে। পাশাপাশি মেয়েটির মৃতদেহের ময়না তদন্ত হলেই আরও পরিষ্কার হয়ে যাবে।
Published on: নভে ৩, ২০২০ @ ১৫:৪৯