পশ্চিম মেদিনীপুর জেলাপরিষদের দ্বিতীয়বারের জন্য সভাধিপতি হলেন উত্তরা সিংহ হাজরা

রাজ্য
শেয়ার করুন

Published on: সেপ্টে ১১, ২০১৮ @ ২০:৫৩

এসপিটি নিউজ, মেদিনীপুর, ১১ সেপ্টেম্বরঃ প্রত্যাশা মতোই পশ্চিম মেদিনীপুর জেলাপরিষদের সভাধিপতি হলেন উত্তরা সিংহ হাজরা ও সহ-সভাধিপতি অজিত মাইতি।শপথ নেওয়ার তাদের শুভেচ্ছা জানান জেলাশাসক পি মোহন গান্ধী ও অলোক রাজোরিয়া। অনুষ্ঠানে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর শুভেচ্ছা বার্তা পড়ে শোনানো হয়।

এদিন শপথ অনুশঠানে পুরুষ সদস্যরা সাদা ধু্তি ও পাঞ্জাবি পড়ে এসেছিলেন। আর মহিলারা পড়েছিলেন সিল্কের শাড়ি। শপথ অনুষ্ঠান শেষে জেলাপরিষদের নবগঠিত বোর্ডের সদস্যরা এক সঙ্গে বেড়িয়ে আসেন। ছিলেন জেলাপরিষদের অন্যতম সদস্য রমাপ্রসাদ গিরি, কাবেরী চ্যাটার্জি, নির্মল ঘোষ, কাজী আব্দুল হামিদ প্রমুখ।

শপথ অনুষ্ঠান শেষে সভাধিপতি উত্তরা সিংহ হাজরা বলেন, “দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা আমি সকলকে সঙ্গে নিয়ে নিষ্ঠা সহকারে পালন করার চেষ্টা করব।” সহ সভাধিপতি অজিত মাইতি বলেন, “পশ্চিম মেদিনীপুর জেলার প্রতিটি মানুষের মুখে হাসি ফোটানোই হল আমাদের একমাত্র লক্ষ্য। জেলায় শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আমরা সকলে এক্সঙ্গে মিলে কাজ করব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন মানুষের উন্নয়ন করা। আমরা তাঁর স্বপ্নকে বাস্তবে রূপায়নের জন্য কাজ করে যাব।”

এদিনের শপথ অনুষ্ঠানে জেলা কমিটির সকল সদস্য হাজির ছিলেন। ছিলেন রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র।

Published on: সেপ্টে ১১, ২০১৮ @ ২০:৫৩


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

74 − 70 =