S M MEMORIAL SCHOOL বর্ষপূর্তিতে আইসিএসই পরিবারে এক উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত দিয়ে রাখল

রাজ্য
শেয়ার করুন

  • রঙিন বেলুন উড়িয়ে এস এম মেমোরিয়াল স্কুলের গ্র্যান্ড অ্যানুয়াল ফাংশন-২০১৯-এর শূভ সূচনা।
  • আগামিদিনে স্কুলে একটা বড় এডুকেশন হাব করার প্রস্তাব দিলেন মারিয়া গ্রুপ অব ইনস্টিটিউশনের রেক্টর অমিতাভ দত্ত।
  • অনুষ্ঠানে উপস্থিত হয়ে স্কুলের সাফল্য কামনা করেন স্থানীয় বিধায়ক স্বাতী খন্দকার, বিডিও নরোত্তম বিশ্বাস।
  • সম্বর্ধিত হলেন বিধায়ক স্বাতী খন্দকার, বিডিও নরোত্তম বিশ্বাস, মারিয়া গ্রুপ অব ইনস্টিটিউশনের রেকটর অমিতাভ দত্ত, ফাউন্ডেশনের চেয়ারপার্সেন আলমুদা বেগম ও উপদেষ্টা জয়ন্ত বন্দ্যোপাধ্যায়।

REPORTER: ANIRUDDHA PAL

Published on: ডিসে ২৫, ২০১৯ @ ২০:৫৩

এসপিটি নিউজ, ডানকুনি, ২৫ ডিসেম্বরপ্রত্যন্ত এক গ্রামাঞ্চলে এমন সুন্দর একটি স্কুল যেভাবে মাত্র এক বছরে নিজেদের প্রসার ঘটিয়ে চলেছে তারই এক উজ্জ্বল ইঙ্গিত মিলল গত ২২ ডিসেম্বর। এস এম মেমোরিয়াল স্কুল তাদের এক বছর পূর্তির এক অসাধারণ অনুষ্ঠান উপহার দিল গোটা এলাকার মানুষের উদ্দেশ্যে। প্রত্যন্ত এক গ্রামাঞ্চলে আইসিএসই বোর্ডের সমস্ত নিয়ম-কানুন মেনে ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পঠন-পাঠন চালু করেছে। মাত্র এক বছরেই নতুন এই স্কুলটি খোলা জায়গায় মঞ্চ করে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে চোখ ধাঁধানো যে অনুষ্ঠান উপহার দিল তা সত্যিই অবাক করে দেওয়ার মতোই ঘটনা। গোটা অনুষ্ঠানটির ভিডিও-ফটোগ্রাফি হলো ড্রোন ক্যামেরার সাহায্যে।

জাঁকজমক সহকারে গ্র্যান্ড অ্যানুয়াল ফাংশন-২০১৯ সূচনা

অনুষ্ঠানের উদ্বোধনও হয় বেশ জাঁকজমক সহকারে। রঙিন বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শূভ সূচনা করা হয়। যেখানে উপস্থিত ছিলেন স্কুলের পরিচালন সমিতির কর্তারা, ছিলেন মারিয়া গ্রুপ অব ইনস্টিটিউশনের রেকটর অমিতাভ দত্ত।নিজের বক্তব্যে অমিতাভবাবু স্কুলের সাফল্য কামনা করেন।স্কুলের ব্যবস্থাপনা দেখে তিনি খুশি। তিনি মনে করেন- এক বছরে স্কুলটি যেভাবে নিজেদের গুছিয়ে নিয়ে এগিয়ে চলেছে এবং স্কুলের কর্তাব্যক্তিদের যেরকম উৎসাহ দেখা গেল তা খুব ভালো ইঙ্গিত। তিনি পরিচালন কমিটির প্রধানের কাছে আবেদন রাখেন যাতে আগামিদিনে স্কুলে একটা বড় এডুকেশন হাব করা হয়।

স্কুলের সাফল্য কামনা করলেন অতিথিরা

অনুষ্ঠানে উপস্থিত হয়ে স্কুলের সাফল্য কামনা করেন স্থানীয় বিধায়ক স্বাতী খন্দকার, বিডিও নরোত্তম বিশ্বাস।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজ মল্লিক এডুকেশনাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারপার্সেন আলমুদা বেগম, স্কুলের ট্রাস্টি ও সেক্রেটারি জাহির আব্বাস মল্লিক, ট্রাস্টি ও কোষাধ্যক্ষ কবির মল্লিক এবং স্কুলের ট্রাস্টি সাজিদা মল্লিক , ফারহানা মল্লিক।স্কুলের সেক্রেটারি জাহির আব্বাস মল্লিক জানালেন- “বাবা সিরাজ মল্লিকের স্বপ্নকে সার্থক করে তুলতেই এই শিক্ষা প্রতিষ্ঠানের সূচনা করা হয়েছে। এই এলাকার ও আশপাশের গ্রামের ছেলে-মেয়েদের উন্নত শিক্ষায় শিক্ষিত করে তোলার লক্ষ্যেই আমরা এগিয়ে চলেছি। এখন আমাদের স্কুল ষষ্ঠ শ্রেণী পর্যন্ত চালু হয়েছে। খুব শীঘ্রই আমরা বাকি ক্লাস চালু করে দেব। আমরা আইসিএসই বোর্ডের নিয়ম-কানুন মেনেই স্কুলের পঠন-পাঠন অব্যাহত রেখেছি। খুব শীঘ্রই আমরা আইসিএসই অনুমোদন পেয়ে যাব বলে আশা করছি।”

ছেলে-মেয়েদের অসাধারণ পারফরম্যান্স

এদিনের অনুষ্ঠানে স্কুলের ছোট ছোট ছেলে-মেয়েরা বিভিন্ন বিষয়ের উপর নৃত্য-নাটক-সংলাপ মঞ্চস্থ করে। যার মধ্যে ছিল দেশাত্মবোধক, সম্প্রীতি, শিক্ষা ও শান্তি। আশপাশের গ্রামের মানুষও এই অনুষ্ঠান দেখার জন্য ঘণ্টার পর ঘণ্টা বসে থেকেছেন, যা সত্যিই অবাক করে দেওয়ার মতো ঘটনা।স্কুলের প্রিন্সিপল সৌমী সাহার তত্ত্বাবধানে ছাত্র-ছাত্রীরা যে ক্রমেই এগিয়ে চলেছে তার প্রমাণ কিন্তু মিলেছে।

অনুষ্ঠানে সম্বর্ধিত করা হয় বিধায়ক স্বাতী খন্দকার, মারিয়া গ্রুপ অব ইনস্টিটিউশনের রেকটর অমিতাভ দত্ত, চণ্ডীতলা-১ নম্বর ব্লকের বিডিও নরোত্তম বিশ্বাস, উপদেষ্টা ও সাংবাদিক জয়ন্ত বন্দ্যোপাধ্যায় এবং সিরাজ মল্লিক এডুকেশনাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারপার্সেন আলমুদা বেগমকে।

Published on: ডিসে ২৫, ২০১৯ @ ২০:৫৩


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 2