সংবাদদাতা-বাপ্পা মণ্ডল ছবি- রামপ্রসাদ সাউ
Published on: জানু ১১, ২০১৮ @ ২১:৩৪
এসপিটি নিউজ, ঝাড়গ্রাম, ১১ জানুয়ারিঃ গাড়ির চালকদের চাঙ্গা রাখতে পারলেই সব ঠিক থাকবে। অর্থাৎ পথ দুর্ঘটনা অনেকটাই রোধ করা সম্ভব হবে। এমনটাই মনে করছে ঝাড়গ্রাম জেলা পুলিশ। আর তাই পথ দুর্ঘটনা রুখতে এরকমই নয়া উদ্যোগ নিয়েছেন ঝাড়গ্রামের নতুন পুলিশ সুপার অমিত কুমার ভরত রাঠোর-যেখানে পুলিশ পথ চলতি গাড়ির চালকদের দাঁড় করিয়ে জল খাওয়ান। পরে তাদের গম চা পান করান। নেওয়া হয় তাদের শারীরিক খোঁজখবরও।এভাবেই এদিন ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে পালিত হল২৯ তম বার্ষিক ট্রাফিক নিরাপত্তা সপ্তাহ।
আজ ঝাড়গ্রাম শহরের পাঁচমাথার মোড়ে পথসভার পাশাপাশি পাঁচমাথার মোড় থেকে আরবিএম স্কুল পর্যন্ত সতর্কতা মুলক পদযাত্রা হয়। তাতে ছিলেন ঝাড়গ্রামের সাংসদ ঊমা সরেন, অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের মন্ত্রী চূড়ামনি মাহাত, জেলার নতুন পুলিশ সুপার অমিত কুমার ভরত রাঠোর, অতিরিক্ত পুলিশ সুপার সহ জেলা পুলিশের একাধিক আধিকারিকরা।
শহরের বেশ কয়েকটি স্কুলের ছাত্র ছাত্রীরা এই র্যালিতে পা মেলান। র্যালিটি শহর পরিক্রমা করে পথ নিরাপত্তার বার্তা ছড়িয়ে দেয়। এদিনের অনুষ্ঠানে সাংসদ বলেন ভালো ভাবুন ভালো কাজ করুন। এতে জীবনের গাড়ি ও রাস্তার গাড়ি দুটোই সঠিক দিশা পাবে। পুলিশ সুপার বলেন, স্কুলের ছাত্রছাত্রীদের ট্রাফিক নিয়ে সতর্ক করার পাশাপাশি শহরের প্রাধান রাস্তাগুলির উপর হেল্পপুল তৈরি করা হবে।
Published on: জানু ১১, ২০১৮ @ ২১:৩৪