Published on: আগ ২৪, ২০২০ @ ২০:২৬
Reporter: Biswajit Pande
এসপিটি নিউজ, পশ্চিম মেদিনীপুর, ২৪ আগস্ট: কুবাই নদীর জলে ভাসছে কেশপুরের একাধিক গ্রাম। ভাসছে আমন ধানের চাষও। বহু মানুষ ঘরবন্দি। এই পরিস্থিতিতে প্রশাসন আজ সোমবার প্লাবিত গ্রামের মানুষের সুবিধার জন্য নামালো নৌকা।
পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ভীমপুর,রঘুনাথপুর,গেড়িকলা সহ বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এই গ্রামগুলির মানুষজন এখন কাজের জন্য ঘর থেকে বেরোতে পারছেন না।
তাই নৌকা নামিয়ে তাদের যাতায়াতের সুযোগ করে দিয়েছে প্রশাসন। তবে কৃষির ক্ষতির বিষয়টি প্রশাসন গুরুত্ব দিয়ে দেখা শুরু করেছে।
Published on: আগ ২৪, ২০২০ @ ২০:২৬