
Published on: সেপ্টে ১২, ২০১৮ @ ১৮:০০
এসপিটি নিউজ, মেদিনীপুর, ১২ সেপ্টেম্বরঃ ইদানিং পড়ুয়াদের মধ্যে মাদকজাত নেশার পরিমাণ বাড়ছে। গুটকা, সিগারেট, মদ, গাঁজা ইত্যাদি নেশায় আকৃষ্ট হচ্ছে পড়ুয়ারা। তারা এইসব নেশার ক্ষতিক্ষর দিক গুলি না বুঝেই নেশা করছে।যার ফলে অচিরেই অনেক ছেলে-মেয়ে বিপথে চালিত হয়ে নিজের জীবনকে শেষ করে দিচ্ছে।
এইসব ছেলেমেয়েদের কিভাবে নেশা থেকে বাঁচানো যায়, কিভাবে তদের ঐ পথ থেকে ফিরিয়ে আনা যায় তা নিয়েই এক বিশেষ ক্লাসের আয়োজন করা হয়েছিল মেদিনীপুরের গুড়গুড়িপাল উচ্চ বিদ্যালয়ে।স্বাস্থ্য সচেতনাতা বিষয়ে সেখানে এক বিষয় নিয়ে আলোচনায় এই ব্যাপারটি উঠে আসে। ছাত্র-ছাত্রীদের এর পাঠ পড়ানো হয়।স্কুলের প্রাক্তন প্রূয়াদের ব্যবস্থাপনাত এই ক্লাসের আয়োজন করা হয়।
এই ক্লাসেই পড়ুয়াদের নেশার খারাপ দিক নিয়ে ব্যাখ্যা করা হয়। নেশা করলে কিভাবে তাদের জীবন শুধু নয় নিজের ভবিষ্যৎ পর্যন্ত ধ্বংস হয়ে যায় তা নিয়ে বিশদে প্রয়োজনীয় পরামর্শ দেন বিশেষজ্ঞরা।যা শুনে যথেষ্ট উপকৃত ছাত্র-ছাত্রীরা।
Published on: সেপ্টে ১২, ২০১৮ @ ১৮:০০