Published on: আগ ১৮, ২০১৮ @ ১৭:৩৯
এসপিটি নিউজ ডেস্কঃ অবশেষে প্রিয়ঙ্কা চোপড়া আর নিক জোন্সের বিয়ে হয়েই গেল। বিয়ে হল ভারতীয় আচার মেনেই। প্রিয়াঙ্কার শ্বশুর-শাশুড়িকে দেখা গিয়েছে ভারতীয় পোশাকেই। নিককে দেখে কখনই মনে হয়নি সে একজন বিদেশি। একেবারে ভারতীয় বরের বেশে বেশ লাগছিল তাঁকে। এই ছবি প্রকাশ হতেই ট্যুইটারে প্রিয়াঙ্কার ফ্যানরা মুহূর্তের মধ্যে তাদের মতামত দিতে থাকেন সোশ্যাল নেটওয়ার্কে।
Published on: আগ ১৮, ২০১৮ @ ১৭:৩৯