নাটাবড়ির সভায় মমতা- অমিত শাহ ইলেকশন কমিশন চালাচ্ছে, ওকেই ইসি’র চেয়রাম্যান করা হোক

Main রাজ্য
শেয়ার করুন

Published on: এপ্রি ২, ২০২১ @ ১৭:২০

এসপিটি নিউজ, নাটাবাড়ি, ২ এপ্রিল:   আজ উত্তরবঙ্গের নাটাবাড়ির জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু বিজেপি নয় নির্বাচন কমিশনের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেই আক্রমন করেন।রীতিমতো বিস্ফোরক হয়ে ওঠেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। মমতা বলেন- অমিত শাহ ইলেকশন কমিশন চালাচ্ছে। ওকেই ইলেকসন কমিশনের চেয়ারম্যান করে দেওয়া হোক।

‘আমি তো নন্দীগ্রামে ভালো ভোটেই জিতবো’ বললেন মমতা

এদিনের সভায় মমতার তোপ থেকে রেহাই পায়নি অনেকেই। এমনকী, সভায় তাঁর বক্তব্যে ধরা পড়ে দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভও। এত কিছু পরেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্য্যা নিজের জয় নিয়ে এতটুকু দ্বিধাগ্রস্ত নয়। আর সেটা জানাতে তিনি এদিন আবারও প্রকাশ সভাতেই বলেন- “আমি তো নন্দীগ্রামে ভালো ভোটেই জিতবো।কিন্তু আমি তো একা জিতলে হবে না।দু’শো সিট পার করতে হবে।দু’শোর কমে হবে না। আমরাই আসছি। অন্য কেউ আসবে না।বিজেপি শুধু মিথ্যা কথা বলে। সর্বত্র তৃণমূল জিতবে।”

ক্ষোভ উগরে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে-কি বললেন মমতা

এদিন মমতা সমস্ত রাগ-ক্ষোভ উগরে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে। বলেন- “একটা হোম মিনিস্টার, কিচ্ছু জানে না। দাঙ্গাবাজি-ধান্দাবাজি ছাড়া কিচ্ছু জানে না। আর তৃণমূলের ঘরে সিবিআই ঢুকিয়ে দিচ্ছে। ইলেকশন কমিশন তো ডেকে ডেকে বিজেপির লোক বসাচ্ছে। আমাদের কথা তো শুনছে না। এখন তো ইলেকশনের নামে কেন্দ্রীয় সরকারের সিকিউরিটি নিয়ে এসছে।”

“অমিত শাহ ইলেকশন কমিশন চালাচ্ছে। তাকে ইলেকশন কমিশনের চেয়ারম্যান করে দেওয়া হোক। আর বলছে-আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কি নেবে? চারটে চিঠি ধরাতে পারো্” এ কথা বলে মমতা মোদির নাম না করে গতকালের সভার প্রসঙ্গ টেনে বলেন-  কালকে সভা করে গেল। কাজ কম্মো নেই, একটা ভদ্র ভাষা জানে না, একটা ভালো কথা বলতে পারে না। মা-বোনেদের সম্মান দেয় না। মা-বোনেরা কি ভয় পান। অত্যাচার করলে রুখে দাঁড়াবেন।”

‘কাল আমি দেখেছি নন্দীগ্রামে কি করেছে’

গতকাল নন্দীগ্রামের পরিস্থিতির কথা তুলে নিজের ক্ষোভ উগরে দেন। এই সময় তাঁর গলায় দলের একাংশের বিরুদ্ধেও ক্ষোভ ঝড়ে পড়ে। বলেন- “কাল আমি দেখেছি নন্দীগ্রামে কি করেছে। সেখানে বিজেপি প্রার্থী সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি-কে নিয়ে তান্ডব চালিয়েছে। আর আমাদের কিছু দালাল আছে যারা সেই সময় বিজেপির দালাল হয়ে যায়।আমি চিনি তাদের। সেই কটাকে নিয়ে গিয়ে তান্ডব করে বেড়িয়েছে।”

‘ইলেকশনের সময় তোমরা বিজেপিকে দেখবে’

প্রশাসনিক স্তরের কাজকর্ম নিয়েও এদিন মমতার গলায় ক্ষোভ প্রকাশ পায়। দলের কর্মী-নেতাদের উদ্দেশ্য করে বলেন- আপনাদেরকেও বলে দিলাম। আপনাদের নিজেকে বিশ্বাস করতে হবে। সারা বছর তোমাদের দেখবো আর ইলেকশনের সময় তোমরা বিজেপিকে দেখবে। ইলেকশন কমিশনকে বলে যত বিজেপির লোক আছে তাদের সবাইকে পুলিশের দায়িত্ব দিয়ে দিয়েছে। এরা আইন-শৃঙ্খলা বদলে দিয়েছে। এসপি বদলে দিয়েছে। বিডিও চেঞ্জ করে দিয়েছে। গায়ের জোরে যা ইচ্ছা করে যাচ্ছে। বিজেপির দালালি করে যাচ্ছে। হোম মিনিস্ট্রির দালালি করে যাচ্ছে।”

জোড়া ফুলে ভোট দেবেন আর আর একটা করে গোল দেবেন-মমতা

এরপর মমতা জোরের সঙ্গে বলেন- বাংলায় আবার তৃণমূল ক্ষমতায় আসছে। বলেই উপস্থিত সমর্থকদের উদ্দেশ্যে জানতে চান- “খেলা হবে? “তারপরেই মমতা বলেন-“এমনভাবে খেলুন যাতে বিজেপিকে বোল্ড আউট করে একেবারে মাঠের বাইরে বের করে দিতে হবে। একটা করে ভোট দেবেন আর একটা করে গোল দবেন। জোড়া ফুলে ভোট দেবেন আর আর একটা করে গোল দেবেন।

Published on: এপ্রি ২, ২০২১ @ ১৭:২০


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 14 = 22