
Published on: জুন ২৯, ২০১৮ @ ১৭:০৯
এসপিটি নিউজ, ইটানগর(অরুণাচল প্রদেশ), ২৯ জুনঃ স্বাস্থ্য পরিষেবায় উত্তর-পূর্ব ভারতের রাজ্য অরুণাচল প্রদেশে এবার এক নয়া ইতিহাস রচনা হতে চলেছে। টানা ৭০ বছরের খরা কাটিয়ে দেশের শান্তিপ্রিয় এই রাজ্যে এবার নিজস্ব মেডিক্যাল কলেজ খুলতে চলেছে রাজ্য সরকার। আর এই কাজ সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহযোগিতায়। সেকথা স্বীকার করেছেন অরুণাচলের স্বাস্থ্যমন্ত্রী আলো লিবং।
স্বাস্থ্যমন্ত্রী আলো লিবং জানান, গোটা অরুণাচল প্রদেশের মানুষ আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে কৃতজ্ঞ। তাঁর ঐকান্তিক সহযোগিতার ফলেই সরকারিভাবে এ রাজ্যে আজ এত বছর পর মেডিক্যাল কলেজ খুলতে চলেছে।চলতি বছরের আগস্ট মাসেই এই নয়া কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন হবে বলে তিনি জানান।
জানা গেছে, অরুণাচলের রাজধানী ইটানগরের নাহার লাগুনে এই মেডিক্যাল কলেজের কাজ এখন শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে।১০০ শয্যার এই মেডিক্যাল কলেজে সব রকমের স্বাস্থ্য পরিষেবা থাকবে। স্বাধীনতার এত বছর বাদে অরুণাচল প্রদেশে এই নয়া মেডিক্যাল কলেজ গড়ে ওঠার খবরে রাজ্যের মেডিক্যালের ছাত্র-ছাত্রীরা খুব খুশি। আগে এ রাজ্যের বহু ছেলেমেয়েকে ভিন রাজ্যে চলে যেতে হত। এখন তাদের আর অন্যত্র যেতে হবে না।
ইতিমধ্যে মেডিক্যাল কলেজের চিকিৎসা সরঞ্জাম সবই চলে এসেছে।স্বাস্থ্যমন্ত্রী লিবং জানান, এই মেডিক্যাল কলেজ গড়ে ওঠার মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় আমূল পরিবর্তন আসবে।
এখন চলছে মেডিক্যাল কলেজ গড়ে তোলার শেষ পর্যায়ের কাজ। গোটা অরুণাচল প্রদেশের মানুষ এখন নয়া মেডিক্যাল কলেজের প্রতীক্ষায় দিন গোনা শুরু করেছে।
Published on: জুন ২৯, ২০১৮ @ ১৭:০৯