নরেন্দ্র মোদির প্রশংসার পর কঙ্গনা বললেন তিনিই আসবেন আবার ক্ষমতায়

দেশ
শেয়ার করুন

এসপিটি নিউজ ডেস্কঃ দেশজুড়ে যতই মোদি বিরোধিতা হোক না কেন বলিউডে এখনও যে তিনি অনেকের নয়নের মণি তা আরও এক বার প্রকাশ্যে চলে এল। শনিবার মুম্বইয়ের এক অনুষ্ঠানে বলিউডের অভিনেত্রী কঙ্গনা যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় মাতলেন তা নিয়ে ইতিমধ্যে দেশজুড়ে মোদি বিরোধীদের গায়ে জ্বালা ধরতে শুরু করে দিয়েছে। তার উপর কঙ্গনা আরও এক ধাপ এগিয়ে যেভাবে মোদির ক্ষমতায় ফিরে আসার কথা বলেছেন তা নিয়ে হইচই শুরু হয়ে গিয়েছে। কংগ্রেস তো ইতিমধ্যে কঙ্গনার তীব্র সমালোচনায় সরব হয়েছে।

ঠিক কি ব্লেছেন কঙ্গনা তা দেখে নেওয়া যাক-সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, কঙ্গনা বলেছেন- “নরেন্দ্র মোদী সবচেয়ে যোগ্য প্রার্থী এবং গণতন্ত্রের প্রকৃত নেতা। তিনি তাঁর পিতা-মাতার কারণে এই অবস্থানের মধ্যে নেই, তিনি এখানে থাকতে কঠোর পরিশ্রম করেছেন। হ্যাঁ, তিনি আগামী বছরের ক্ষমতায় আসবেন, কারণ পাঁচ  বছরে একটি দেশকে পিট থেকে বের করার জন্য যথেষ্ট নয়।”

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

93 − = 91