সংবাদদাতা-বাপ্পা মন্ডল
Published on: জুলা ২৩, ২০১৮ @ ২৩:০৪
এসপিটি নিউজ, মেদিনীপুর, ২৩জুলাইঃ দ্বাদশ শ্রেণির একজন ছাত্রের এমন রহস্য মৃত্যু ঘিরে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। পশ্চিম মেদিনীপুর জেলার বেলিয়াবেড়া থানার বাঘ্রেশ্বর এলাকায় সোমবার বিকেলে এই ঘটনা ঘটে।
কিভাবে ওই ছাত্র ডুলুং নদীতে তলিয়ে গেল তা নিয়ে রহস্য দানা বাধতে শুরু করেছে। পুলিশ উদ্ধারকাজ শুরু করলেও রাত পর্যন্ত মৃতদেহের খোঁজ মেলেনি।
ওই ছাত্রটি স্থানীয় নতুন্ডিহি এলাকার বাসিন্দা। ছেলেটিকে শানীয় বাসিন্দারা ডুবে যেতে দেখলেও কেউ সেইসময় তাকে উদ্ধার করতে সফল হয়নি। ওই কিশোর নয়াবসান জনকল্যান বিদ্যাপীঠের দ্বাদশ শ্রেণির ছাত্র।
Published on: জুলা ২৩, ২০১৮ @ ২৩:০৪