সংবাদদাতা-বাপ্পা মণ্ডল ছবি-বাপন ঘোষ
Published on: অক্টো ২২, ২০১৮ @ ২৩:৪০
এসপিটি নিউজ, খড়্গপুর, ২২ অক্টোবরঃ জালিয়াতি চালিয়ে যাচ্ছিল বেশ কিছুদিন ধরে। কিন্তু ঠিকমতো ধরা যাচ্ছিল না। রেল পুলিশের অপরাধ দমন শাখা হাল ছাড়েনি। অবশেষে ফল মিলল হাতেনাতে। খড়্গপুর থেকে তারা হাতেনাতে গ্রেফতার করল ট্রাভেল এজেন্সির দুই কর্ণধারকে। ট্রাভেল এজেন্সির দফতরে হানা দিয়ে রেল পুলিশের অপরাধ দমন শাখা ২ লক্ষ ৬ হাজার ৫০ টাকা বাজেয়াপ্ত করেছে। উদ্ধার করেছে বাজেয়াপ্ত করা দুটি কম্পিউটার একটি প্রিন্টার সহ বেশ কিছু নথিও।
প্রাথমিক তদন্তে রেল পুলিশ অপরাধ দমন শাখা জানতে পেরেছে যে রেলের অনুমোদিত সংস্থা আইআরসিটিসি-র বৈধ এজেন্ট হয়েই তারা এই কারবার চালাত অনায়াসে। কারণ, তারা জান যে এক্ষেত্রে তাদের কেউ সন্দেহ করবে না। আরও জানা গেছে, রেলের তৎকাল টিকিটের ক্ষেত্রে সাহায্য নেওয়া হত “রেড চিলি” নামে এক বিশেষ সফটওয়্যার-এর।
রেল পুলিশ সূত্রে খবর, শতাধিক ভুয়া অ্যাকাউন্ট খুলে কয়েক লক্ষ টাকার ই-টিকিট এবং তৎকাল টিকিট জালিয়াতি করেছে এই ট্রাভেল এজেন্সি। সোমবার সকালে মেদিনীপুর শহরের গোলকুঁয়ারচকে এই ট্রাভেল এজেন্সির দফতরে হানা দেয় রেল পুলিশের অপরাধ দমন শাখার অফিসাররা।
অনুমান এর পিছনে রয়েছে বড় কোনো চক্র আছে, যার খোঁজ পেতে ইতিমধ্যেই বিভিন্ন জাংশানগুলিতে তল্লাশি শুরু করেছে রেল পুলিশের অপরাধ দমন শাখাচ। মঙ্গলবার অভিযুক্তদের তোলা হবে আদালতে ।
Published on: অক্টো ২২, ২০১৮ @ ২৩:৪০