
সংবাদদাতা-বাপ্পা মণ্ডল ছবি-বাপন ঘোষ
Published on: আগ ২৬, ২০১৮ @ ২২:১৬
এসপিটি নিউজ, দাসপুর, ২৬ আগস্টঃ আজ রবিবার ছিল রাখী বন্ধন উৎসব। সারা দেশ জুড়ে পালিত হয়েছে দিনটি। তবে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার ওসি এলাকার এক ব্লাইন্ড স্কুলে গিয়ে সেখানকার পড়ুয়াদের হাতে রাখী বেঁধে দিলেন। করালেন মিষ্টিমুখও। থানার অফিসারের এমন নজির দৃষ্টান্ত স্থাপন করেছে গোটা জেলাজুড়ে। এজন্য তিনি নিজেও গর্বিত।
দাসপুর থানার ওসি সুব্রত বিশ্বাস ও তাঁর সহকর্মীরা বৈকুন্ঠপুর প্রতিবন্ধী শিক্ষা নিকেতনের দৃষ্টিহীন ছাত্র-ছাত্রীদের সঙ্গে কিছু সময় কাটান। তাদের রাখী পড়িয়ে দিয়ে মিষ্টি মুখও করান। পুলিশ অফিসারের হাত থেকে রাখী পড়ে পড়ুয়ারা উচ্ছ্বসিত। তারা সকলেই জানায়, এটা তাদের কাছে খুব ভালো একটা দিন। সত্যি খুব ভালো লাগছে। একজন পুলিশ অফিসার যেভাবে তাদের কাছে ছুটে এসে রাখী পড়িয়ে সম্প্রীতির মেলবন্ধনে যুক্ত করেছে তা তাদের কাছে খুব আনন্দের।
ওসি সুব্রতবাবুও জানালেন, আজকের দিনটি তাঁর কাছে খুব তাৎপর্যপূর্ণ। এভাবে ছেলে-মেয়েদের পাশে থাকতে পেরে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে। আগামিদিনেও তিনি এই স্কুলের পাশে থাকবেন বলে কথা দেন দাসপুর থানার ওসি সুব্রত বিশ্বাস।
Published on: আগ ২৬, ২০১৮ @ ২২:১৬