
সংবাদদাতা-বেবী সরকার
Published on: জানু ২০, ২০১৮ @ ১৭:৫২
এসপিটি নিউজ, দুর্গাপুর, ২০ জানুয়ারিঃ শনিবার সকালে পাঁচিল দিয়ে ঘেরা একটি স্থানে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ দেখে চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয় পুলিশে।মৃতদেহ নিতে গেলে বাধা দেওয়া হয়। বাসিন্দাদের দাবি মেনে নিইয়ে আসা হয় পুলিশ কুকুর। এরপর মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়।
মৃত যুবকের নাম পল্টু ধীবর (২৭)।দুর্গাপুরের গোঁসাইনগরের বাসিন্দা। স্থানীয় এক ব্যক্তির গাড়ি চালাত সে। শনিবার পাঁচিলে ঘেরা একটি স্থানে গাছে তার মৃতদেহ ঝলতে দেখে বাসিন্দারা চেঁচামেচি শুরু করে দেয়। আশপাশের মানুশ এসে ভিড় জমাতে থাকে। পুলিশকে প্রথমে মৃতদেহ ওঠাতে না দিলেও পরে পুলিশ কুকুর আনিয়ে তা নিয়ে যাওয়া হয়।
মৃতের ভাই লাল্টু ধীবরের অভিযোগ “আমার দাদা আত্মহত্যা করেনি।ওকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে।” এই অভিযোগ পাওয়ার পরই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।