মোদিজির নেতৃত্বে বাংলায় পরিবর্তন নিশ্চিত-ভার্চুয়াল বক্তৃতায় অমিত শাহ

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: জানু ৩১, ২০২১ @ ২০:৩১

এসপিটি নিউজ, হাওড়া, ৩১ জানুয়ারি:   বিশেষ কারণে আজকে হাওড়ার ডুমুরজোলার জনসভায় সশরীরে হাজির থাকতে না পারলেও দিল্লি থেকে ভার্চুয়াল বক্তৃতা দিলেন বিজেপির সর্বভারতীয় নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।সভায় বিপুল জনসমাগম দেখে তিনি বলেন- বাংলায় পরিবর্তন হচ্ছেই।মাননীয় মোদিজির নেতৃত্বে বাংলায় পরিবর্তন নিশ্চিত।

অমিত শাহ বলেন- “মাননীয় মোদীজীর নেতৃত্বে বাংলায় পরিবর্তন নিশ্চিত।বিজেপি সরকার বাংলার আইন-শৃঙ্খলা সংশোধন করে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে,মহিলাদের সুরক্ষা,প্রতিটি কৃষক যাতে ৬ হাজার টাকা করে পায় তা নিশ্চিত করবে,বাংলায় অনুপ্রবেশ বন্ধ করে তোলাবাজি ও তোষামোদের রাজনীতির সমাপ্তি ঘটাবে।”

তৃণমূল কংগ্রেসকে লক্ষ্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন- “পশ্চিমবঙ্গের মহান মনীষীদের পবিত্র ভূমিকে রক্তাক্ত করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসই পশ্চিমবঙ্গের ভূমিকে অনুপ্রবেশকারীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে।পশ্চিমবঙ্গে যদি এই অনুপ্রবেশকারীদের কেউ থামাতে পারে তবে কেবল আর কেবল শুধু ভারতীয় জনতা পার্টির সরকারই এটি করতে পারবে।”

অমিত শাহ বলেন- “মা-মাটি-মানুষের স্লোগান আজ বাংলায় অদৃশ্য।তার জায়গায় স্থান হয়েছে একনায়কতন্ত্র,তোলাবাজ আর তোষামোদের।কমিউনিস্টরা বাংলাকে যে অবস্থায় ছেড়ে গেছিল,মমতা বন্দ্যোপাধ্যায় তার থেকেও বাংলাকে আরও নিকৃষ্ট জায়গায় নিয়ে গেছেন।বঙ্গবাসী,মমতা বন্দোপাধ্যায়কে কখনই ক্ষমা করবে না।”

মাননীয় মোদিজির নেতৃত্বে বাংলায় পরবর্তী সরকার গঠন করবে বিজেপি সরকার ।আর আমরা সবাই একসঙ্গে মিলে সোনার বাংলার লক্ষ্য পূরণ করব।একসাথে নেতাজি সুভাষ চন্দ্র বসুর স্বপ্নের এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কল্পনার বাংলাকে সাকার রূপ দেব।” বলেন অমিত শাহ।

আয়ুষ্মান ভারত স্মবন্ধে বলতে গিয়ে অমিত শাহ বলেন- “পুরো দেশের দরিদ্র মানুষরা বিনামূল্যে ব্যয়বহুল চিকিৎসা পাচ্ছেন। শুধুমাত্র মোদী সরকারের যোজনা হওয়ায় বাংলার মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত।বাংলায় বিজেপি সরকার গঠন হলেই আমরা প্রথম মন্ত্রিসভায় এই প্রস্তাব নিয়ে আসব যাতে বাংলার সকল দরিদ্র মানুষ আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা পান।”

Published on: জানু ৩১, ২০২১ @ ২০:৩১


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

53 − 44 =