সংবাদদাতা-ইবতিসাম রহমান
Published on: ফেব্রু ২৪, ২০১৯ @ ১৯:৫১
এসপিটি নিউজ, ঢাকা, ২৪ ফেব্রুয়ারিঃ রবিবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ ঢাকা থেকে আসা “বিজি ১৪৭” বিমানটি চত্তগ্রাম বিমানবন্দরে অবতরন করে। মাঝ আকাশে এক সন্দেহভাজন ব্যক্তি পাইলটের মাথায় পিস্তল ঠেকিয়ে বলে তাকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করাতে হবে। এরপরই খুব ঠান্ডামাথায় পাইলট পরিস্থিতি সামাল দিয়ে বিমানটিকে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরন করান।
এদিন সন্ধ্যায় “বিজি-১৪৭” বোয়িং ৭৩৭ মডেলের বিমানটি বিকেল সন্ধে নাগাদ বাংলাদেশের ঢাকা বিমানবন্দর থেকে ছেড়ে চট্টগ্রাম হয়ে দুবাই-এর উদ্দেশ্যে রওনা হয়। বিমানটিতে ১৪২জন যাত্রী ও পাঁচজঙ্ক্রু ছিলেন। আর বিমানটি আকাশে উড়তেই মাঝ আকাশে এক সন্দেহজন ব্যক্তি আচমকা পাইলটের কাছে চলে আসে। তার মাথায় পিস্তল ঠেকায়।
বিমানটিকে নিয়ে পাইলট সন্ধ্যা পৌনে ছটা নাগাদ চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দরে অবতরন করান। এরপরই নিরাপত্তারক্ষীরা বিমানটিকে চারিদিক দিয়ে ঘিরে ফেলেন। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে সেনাবাহিনীর কম্যান্ডোরা অভিযানে নামে বলে বাংলাদেশের নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান আইএসপিআর’র পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লা ইবনে জায়েদ।
দুবাইগামী বিমানটিতে চট্টগ্রাম ৮ আসনের সাংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদল। তিনি সাংবিকদের বলেন, বিমানটিতে একজন হাইজ্যাকার আছে। তিনি বাঙালি। বিমান থেকে সব যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছে ততক্ষনে।
টানা দু’ঘন্টা পর রুদ্ধশ্বাস নাটকের যবনিকাপাত ঘটে। যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয়। সেইসঙ্গে সন্ধেওহভাজন এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে বলে জানা গেছে।
Published on: ফেব্রু ২৪, ২০১৯ @ ১৯:৫১