দীপিকার সঙ্গে কোনও ‘ অ্যাড শ্যুট ‘ করব না, আরসিবি-কে সাফ জানিয়ে দিল বিরাট

খেলা দেশ বিনোদন
শেয়ার করুন

Published on: মার্চ ২৩, ২০১৮ @ ১৮:১৪

এসপিটি নিউজ ডেস্কঃ তিনি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুধু নয় এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার। তাঁর খেলা দেখার জন্য মুখিয়ে থাকে সারা বিশ্ব। হতে পারে তিনি আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক। কিন্তু তাই বলে এই নয়-ফ্র্যাঞ্চাইজি নিয়মের দোহাই তাদের পছন্দ মতো অ্যাড করিয়ে নেবে বিরাটকে দিয়ে। এটা অন্য কোনও দলের ক্রিকেট অধিনায়ক কি করত জানা নেই তবে বিরাট কোহলি কিন্তু এমন এক সিদ্ধান্ত নিলেন যা শুনে আরসিবি তো বটেই এখন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকনের কেমন প্রতিক্রিয়া হবে তা জানার জন্য অধীর আগ্রহে গোটা দেশ।

আসলে আইপিএল-এ আরসিবি-র একটি ট্রেলর-এর জন্য অ্যাড শ্যুট-এর আয়োজন করা হয়েছিল। এজন্য তারা একটি ট্রেলর কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল। যেখানে দীপিকা পাড়ুকনের সঙ্গে একটি শ্যুটের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু বিরাট জানিয়ে দেন, আরসিবি-র অ্যাড শ্যুট-এ তিনি রাজী আছেন। তাঁর কোনও আপত্তি নেই। তবে তিনি কোনওভাবেই দীপিকা পাড়ুকনের সঙ্গে অ্যাড শ্যুট করতে রাজী নন। এটা তিনি দিতে পারবেন না। এরপর আর আরসিবি কতৃপক্ষ বিরাটকে ঘাটাতে সাহস পাননি। কারণ, বিরাট শুধু ভারতের নন, এই মুহূর্তে তিন গোটা বিশ্বে এক মহামূল্যবান ত্রিকেটার। যার ধারেকাছে কাউকে পাওয়া যাবে না। জনপ্রিয়তার নিরিখেও বিরাট সারা বিশ্বে দীপিকার চেয়ে অনেক যোজন এগিয়ে আছেন।

অনেকেই মনে করছেন, দীপিকাও কম যান না জনপ্রিয়তার বিচারে। তারও ফ্যান কম নেই।বলিউডে তো দীপিকার সঙ্গে একটি শট দিতে পারলেই যে কেউ নিজেকে ধন্য মনে করে। সমস্যা এখানেই, কারন-যে কেউ-এর দলে তো বিশ্বসেরা ব্যাটসম্যান ইন্ডিয়া ক্যাপ্টেন পড়ে না। বরং উলটো বলা যেতে পারে বিরাটের সঙ্গে একটা শ্যুট দিতে পারলে দীপিকার মতো অনেকেই নিজেকে হয়তো-বা ধন্য মনে করতে পারেন! যাই হোক, এই পরিস্থিতিতে লোকসানের দায় পড়তে চলেছে আর-সিবি-র উপর। এটাও অবিশ্য তাদের নিজেদের দোষেই হয়েছে বলে দাবি করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তাদের কথায়, বিরাটের মতো সেলিব্রিটি ক্রিকেটারের মতামত ছাড়া আরসিবি কতৃপক্ষ কিভাবে এই চুক্তি করতে পারল? অবশ্যই তাদের বিরাটের মতামত নেওয়া জরুরী ছিল। তিনি দীপিকা পাড়ুকনের সঙ্গে অ্যাড শ্যুট দিতে রাজী আছেন কিনা না হলে তিনি এ ক্ষেত্রে কাকে চয়েস করেন সেটা জানাও তাদের প্রয়োজন ছিল।

যাই হোক এই অবস্থায় আরসিবি-কে এখন ১১ কোটি টাকার লোকসান গুনতে হবে বলে জানা গেছে।

Published on: মার্চ ২৩, ২০১৮ @ ১৮:১৪


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

99 − 95 =