মুচলেখা দিতে অস্বীকার করলে সেসিসব তৃণমূল নেতাদের গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে-দিলীপ ঘোষ।
দিলীপ ঘোষের দাবি- মুখ্যমন্ত্রীর বাড়িতেই লুকিয়ে রয়েছে রাজীব কুমার।
পুলিশের চামচাগিরি করছো করো, কত টাকা ভিক্ষা পাও ? এত ফুটানি কিসের? বিজেপির পিছনে লেগো না- তোপ দিলীপের
সংবাদদাতা– বাপ্পা মন্ডল
ছবি– বাপন ঘোষ
Published on: সেপ্টে ১৬, ২০১৯ @ ২৩:৫৭
এসপিটি নিউজ, দাসপুর, ১৬ সেপ্টেম্বর: দলের প্রকাশ্য সভায় দাঁড়িয়ে এবার খোদ তৃণমূলের নেতাদের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের এই সভায় তাঁর আক্রমনের লক্ষ্য ছিল তৃণমূলের নেতা মন্ত্রী শুভেন্দু অধিকারী। নাম না করেই দিলীপের হুঁশিয়ারি- ক্ষমতায় এসে বিজেপি তৃণমূলের যে সমস্ত নেতা আজ মামলা করছে তাদের কলার ধরে থানায় এনে মুচলেখা দিয়ে সেই মামলা তোলাতে বাধ্য করাবে।
প্রকাশ্য সভায় দাঁড়িয়ে একের পর এক তোপ দাগলেন
1. গোটা রাজ্যজুড়ে এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গে বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কম-বেশি একাধিক থানায় নানা ধরনের মামলা চলছে। সেই প্রসঙ্গ তুলে দাসপুরের নাড়াজোলের সভায় দাঁড়িয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আক্রমনের লক্ষ্য করে নেন তৃণমূল কংগ্রেসকে। তিনি বলেন- আজ যে সমস্ত তৃণমূল নেতা ক্ষমতার দোহাই দিয়ে বিজেপির কর্মীদের মিথ্যা মামলা দিচ্ছে বিজেপি ক্ষমতা এসে সে সমস্ত তৃণমূল নেতাদের এক একটাকে কলার ধরে থানায় টেনে এনে তাদের দিয়ে মুচলেখা লিখিয়ে নিয়ে মামলা তুলতে বাধ্য করাবে। আর তারা যদি মুচলেখা দিতে অস্বীকার করে তবে তাদের গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে। এটা আমার চ্যালেঞ্জ।
2. পাশাপাশি রাজীব কুমার ইস্যুতে মুকুল রায়ের পর এবার দিলীপ ঘোষের দাবি! মুখ্যমন্ত্রীর বাড়িতেই লুকিয়ে রয়েছে রাজীব কুমার।” প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমত-এর উদাহরণ টেনেই তিনি বলেন, সিবিআই ঠিক রাজীব কুমারকে খুঁজে বের করবেই।
3. একই সাথে সিভিক ভলেনটিয়ারদের নিয়েও তীব্র কটাক্ষ করে বলেন, পুলিশের চামচাগিরি করছো করো, কত টাকা ভিক্ষা পাও ? এত ফুটানি কিসের? বিজেপির পিছনে লেগো না। দিলীপ ঘোষের এই মন্তব্যে সমালোচনার ঝড় রাজনৈতিক মহলে।
Published on: সেপ্টে ১৬, ২০১৯ @ ২৩:৫৭