সম্রাট তপাদার
Published on: মার্চ ২৭, ২০১৮ @ ২০:৪৮
আমি গর্বিত আমি বাঙালি, আমি গর্বিত আমি সব ধর্ম-জাত-পাত-ভাষা-বর্ণকে সম্মান করি।আগামী দিন বাংলা পথ দেখাবে দেশকে। বাঙালিরা যখন দেশ শাসন করার কথা ভাবে ঠিক তখনই বাঙালিকে আন্তঃরাজ্য ও আন্তর্জাতিক শক্তির সাথে পদে পদে সংগ্রাম করতে হয়।
ওইসব শক্তি এক হয়ে আমাদের দিদি ও বাঙালির শক্তি জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। নানাভাবে বাঙালিকে রুখতে চায় ওই শক্তি। এদের লক্ষ্য বাঙালির শক্তিকে রোখা। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দরকার হলে রক্ত দেবো কিন্তু বাংলাকে ছোট হতে দেবো না। মা-মাটি-মানুষের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আমরা জীবন দেবো কিন্তু বাংলায় জাত-পাতের রাজনীতি হতে দেবো না।
আমাদের দেখতে হবে কেউ যাতে আমাদের ভয় দেখিয়ে(বিজেপি,সিপিএম ও কংগ্রেসের ভয়) নিজের রাজনৈতিক ফায়দা তুলতে না পারে।কারা বিজেপির সাথে তলায় তলায় লাইন রাখে সেটা দেখা দরকার। সত্যি সত্যি দেখা দরকার কারা আমাদের সাথে মিথ্যার রাজনীতি করছে। কারা দিদির নাম নিয়ে নোংরা রাজনীতি করছে। আমরা বাঙালিরা দিদির এই সাজানো বাংলাকে রক্ত দিয়ে রক্ষা করবো।
আমরা বাঙালিরা দিদিকে দিল্লিতে দেখতে চাই।
Published on: মার্চ ২৭, ২০১৮ @ ২০:৪৮