
“দিদিমণি আর তার তোলাবাজ ভাতুষ্পুত্র- তারা যাহা বলিবেন তাহাই তৃণমূল প্রাইভেট লিমিটেড কোম্পানির আইন-নীতি ইত্যাদি ইত্যাদি। কিন্তু বিজেপি-তে এভাবে হয় না।”-শুভেন্দু অধিকারী
Published on: জানু ১৯, ২০২১ @ ২৩:৩২
এসপিটি নিউজ, পূর্ব মেদিনীপুর, ১৯ জানুয়ারি: গতকাল নন্দীগ্রামের তেখালিতে মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার জবাব দিলেন আজ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম আন্দোলন থেকে শুরু করে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তৃণমূল কংগ্রেসের ভূমিকার কথা উল্লেখ করে তৃণমূল সুপ্রিমোকে বিঁধলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হয়ার সিদ্ধান্ত নিয়েও শুভেন্দু চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন- দিদিমণি, আপনাকে নন্দীগ্রাম থেকেই দাঁড়াতে হবে। তবে দুটো জায়গা থেকে আপনাকে দাঁড়াতে দেব না। আর আপনি, কিসের ভরসায় আপনি দাঁড়াবেন- ৬২ হাজারের ভরসায়? পদ্ম তো জিতবে ২ লক্ষ ১৩ হাজারের ভরসায়।
ওটা প্রাইভেট লিমিটেড কোম্পানি
শুভেন্দু বলেন- “দিদিমণি, আপনাকে এক জায়গায় দাঁড়াতে হবে। একটা জায়গাতেই দাঁড়াতে হবে। দুই জায়গায় দাঁড়ালে চলবে না। নন্দীগ্রামেই দাঁড়াতে হবে। আর আমি তো বিজেপি করি। বিজেপি-র প্রার্থী মঞ্চে হয় না। তৃণমূলের প্রার্থী মঞ্চে হয়। কেন , না ওটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। দিদিমণি আর তার তোলাবাজ ভাতুষ্পুত্র- তারা যাহা বলিবেন তাহাই তৃণমূল প্রাইভেট লিমিটেড কোম্পানির আইন-নীতি ইত্যাদি ইত্যাদি। কিন্তু বিজেপি-তে এভাবে হয় না। বিজেপি পদ্মফুল ফোটাবে। আপনি কার ভরসায় দাঁড়াবেন? হিসেব তো আমার কাছে আছে। গ্রামগুলো তো আমি চিনি। কার ভরসায়? ৬২ হাজারের ভরসায়? আর পদ্ম তো জিতবে ২ লাখ ১৩-র ভরসায়। ২ লাখ ১৩ কারা জয় শ্রীরাম বলে যারা। ৬২ হাজারের ওখানেও শিদ কাটবো।”
“বড় বোন, মেজ বোন, ছোট বোন যাই হোক না কেন দু জায়গায় দাঁড়াতে আপনাকে আমরা দেব না। নন্দীগ্রামে দাঁরাতে হবে আর এখন থেকে প্রাক্তন এমএলএ আর প্রাক্তন মুখ্যমন্ত্রীর লেটারহেড প্যাড ছাপিয়ে রাখতে হবে। লড়তে আমি জানি।”
মিথ্যাশ্রী ও তোলাশ্রী পুরস্কা্রের কটাক্ষ শুভেন্দুর
শুভেন্দু বলেন- “কালকে বলছিলেন না কাকে যেন আমি জেলে ঢুকিয়ে রেখেছি। আমি কি পুলিশ মন্ত্রী? জেলে তো আপনি ঢুকিয়ে রেখেছেন। আপনার লজ্জা করে না বলতে! গত বছর নবমীর দিন খুন করেছিল। আপনার পুলিশ ওকে অ্যারেস্ট করেছে। আপনি বলেছেন মোটর সাইকেলে নন্দীগ্রামে এসেছেন। এত বড় মিথ্যা কথা। মোটর সাইকেলে এসে তো আপনি রাধামনীতে পুলিশের সামনে সেফ জায়গায় বসেছিলেন। যার মোটর সাইকেলে চড়ছেন সে ১৫ মার্চে ছিল? ২০০৭ সালের ১৪ মে আমার হাত থেকে তৃণমূলের পতাকা নিয়েছিল পাশকুড়াতে। ওটা ১০ নভেম্বরের ঘটনা। এত মিথ্যা, তাই বিজেপি-র সরকার আসলে মিথ্যাশ্রী পুরস্কার আমরা দেব। প্রথম পুরস্কারটা পাবে মমতা ব্যানার্জি। আর একটা তোলাশ্রী পুরস্কার হবে সে্টা পাবে ওর ভাইপো তোলাবাজ অভিষেক ব্যানার্জী।শেষে বলবো এদের যদি না হটান তাহলে এরা কিডনি পাচার করবে।”
সোমবার শুভেন্দুর এসপি অফিস অবস্থান
তপন মালি মারা গেছিল। তাকে শ্মশানে নিয়ে গেছিল আমাদের মন্ডল সভাপতি। তাকে মারধর করেছে। তমলুকে আছে । সিটি স্ক্যান করেছে। আমি এখান থেকে তমলুক যাব। আর তারপর স্বদেশবাবুর সঙ্গে শঙ্করপুরে যাব। ছাড়ার কোনও জায়গা নেই। আমি রবিবার পর্যন্ত পুলিশ প্রশাসনকে টাইম দিচ্ছি। সোমবার নবারুনবাবু আর অনুপবাবুকে নিয়ে তমলুকের এসপি অফিসের সামনে বসে থাকবো। বলেন শুভেন্দু অধিকারী।
Published on: জানু ১৯, ২০২১ @ ২৩:৩২