
এসপিটি নিউজ, হাওড়াঃ বৃহস্পতিবার শ্রীমতী জয়া সিনহা দক্ষিন পূর্ব রেলের নতুন প্রিন্সিপাল চিফ কর্মাশিয়াল ম্যানেজার হিসাবে কার্যভার গ্রহণ করলেন। এর আগে শ্রীমতী জয়া সিনহা দক্ষিন পূর্ব রেলের সিনিয়ার ডেপুটি জেনারেল ম্যানেজার ও মুখ্য ভিজিল্যান্স অফিসার হিসাবে দায়িত্ব পালন করেছেন।
শ্রীমতী জয়া সিনহা ১৯৮৮ সালে ভারতীয রেলওয়ে তে যোগ দেওয়ার পরে দক্ষিণ-পূর্ব রেলওয়ে ছাড়াও পূর্ব রেলওয়ে ও নর্দান রেলওয়ে তে ও দায়িত্ব সামলেছেন। তিনি ভারতীয় হাই কমিশনের রেলওয়ে পরামর্শদাতা হিসাবে ও কাজ করেছেন। শ্রীমতি সিনহা ৪ বছর বাংলাদেশের ঢাকায কর্মরত ছিলেন তার সময়েই কলকাতা ঢাকা-মৈত্রী এক্সপ্রেসের সূচনা হয়েছিল। এর আগে তিনি পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করেছেন।