সংবাদদাতা-বাপ্পা মন্ডল
Published on: জুলা ২৮, ২০১৮ @ ১৮:৩৫
এসপিটি নিউজ, মেদিনীপুর, ২৮জুলাইঃ মাত্র ১২দিন আগে মেদিনীপুরের যে মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করে গিয়েছিলেন সেই মাঠেই সফল সমাবেশ করে গেলেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। প্রধানমন্ত্রীর সেদিনের সভায় প্যান্ডেল ভেঙে পড়ে বেশ কয়েকজন আহত হয়েছিলেন। তারপর একুশে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরের এই মাঠে সভা করার কথা জানিয়েছিলেন।এদিন সেই সভাতে দাঁড়িয়ে আগের দিন প্রধানমন্ত্রীর তোলা “তৃণমূল কংগ্রেস হল একটা সিন্ডিকেট” এই অভিযোগের মোক্ষম জবাব দেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মঞ্চে দাঁড়িয়ে অভিষেক বলেন, “আমাদের চমকে, ধমকে কোনও লাভ নেই।তৃণমূল কংগ্রেস সিন্ডিকেট তৈরি করেছে। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস মানুষের সিন্ডিকেট করেছে। ৩৪ বছরের বাম শাসনকে ভেঙে, গুঁড়িয়ে দিয়ে মানুষকে লড়াই করে তাদের ন্যায্য অধিকার দেওয়ার সিন্ডিকেট করেছে তৃণমূল কংগ্রেস।
তৃণমূল কংগ্রেস জঙ্গলমহলে মাওবাদীদের অত্যাচার থেকে মানুষকে শান্তিতে বসবাস করার সিন্ডিকেট করেছে। তৃণমূল কংগ্রেস দার্জিলিঙে বিমল গুরুং, রোশন গিরি, হরকা বাহাদুর ছেত্রীদের অশুভ আঁতাতকে ভেঙে দিয়ে সেখানকার মানুষদের মধ্যে শান্তি ফিরিয়ে আনার সিন্ডিকেট করেছে।
এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, এবার আমরা যে সিন্ডিকেট করতে চলেছি তা হল “বিজেপি ভারত ছাড়ো সিন্ডিকেট”। ছবি সৌজন্যে-২৪ ঘণ্টা
Published on: জুলা ২৮, ২০১৮ @ ১৮:৩৫