
Published on: ডিসে ২৬, ২০১৭ @ ১৬:১২
এসপিটি নিউজ ডেস্কঃ ছাপিয়ে গেল গত দু’বছরের সংখ্যা। ২৫ ডিসেম্বর তারিখেই বৈষ্ণো মাতা দর্শনে তীর্থযাত্রীর সংখ্যা ৮০ লাখ ছাড়িয়ে গেল।এদিন মন্দিরে তীর্থযাত্রীর সংখ্যা ছিল চোখে পড়ার মতো।কারণ, চলতি বছর শেষ হতে আরও কয়েকটি দিন বাকি। অথচ তার আগেই সংখ্যাটা ২০১৫ ও ২০১৬ সালের সংখ্যাকে ছাড়িয়ে গেছে, যা নিয়ে মন্দির কমিটি, জম্মু ও কাশ্মীর ট্যুরিজম উচ্ছ্বসিত। তারাও বলছ, এটা জম্মু ও কাশ্মীর ট্যুরিজম-এর ক্ষেত্রে বড় ধরনের প্রচার।
কেননা, ২০১৫ সালে এই বৈষ্ণোমাতার ধাম দর্শন করতে এসেছিলেন ৭৭ লক্ষ ৭৬ হাজার ৬০৪জন তীর্থযাত্রী, সেখানে ২০১৬ সালে সংখ্যাটা কমে নেমে এসেছিল ৭৭ লক্ষ ২৩ হাজার ৭২২। যা নিয়ে মন্দির কমিটি থেকে পর্যটন দফতরের কর্তাদের কপালেও চিন্তার মেঘ জট পাকিয়েছিল। কিন্ত্য তার আগেই সেই জট ছাড়িয়ে গেল বছর শেষ হওয়ার ছয়দিন আগেই। পিছনের হিসাব ভেঙে দিয়ে তীর্থযাত্রীর সংখ্যা ৮০ লক্ষ ছাড়িয়ে গেল।
জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল এন এন ভোরার নির্দেশে শ্রী মাতা বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ডের চেয়ারম্যান চলতি বছরের বাকি দিনগুলিতে তীর্থযাত্রীদের সুবিধার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছেন।এর মধ্যে আছে স্বাস্থ্য, কম্বলের পর্যাপ্ত মজুত, নিরাপত্তা, স্যানিটেশন-এর পাশাপাশী জল ও বিদ্যুতের ব্যবস্থা রাখা। তবে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে, অগ্নি পাত্র ও জলের ব্যবস্থা করা। শীতের সময় যা খুব প্রয়োজন। সূত্রঃ ডেইলি এক্সেলসর
Published on: ডিসে ২৬, ২০১৭ @ ১৬:১২