Published on: সেপ্টে ২২, ২০১৮ @ ০৯:৫৬
এসপিটি নিউজ ডেস্কঃ এই মুহূর্তে ভারতের অন্যতম সেরা খেলোয়াড় বিরাট কোহলি। জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে তিনি নিজের দক্ষতা প্রমাণ করেই চলেছেন। বিশ্বে এই মুহূর্তে সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান হিসেবেও নিজেকে তুলে ধরেছেন। ভারতীয় ক্রিকেট দলে ধোনির পর তিনি অন্যতম জনপ্রিয় ক্রিকেটার। সেই কোহলি এবার সিনেমায় পা রাখতে চলেছে। “ট্রেলার দ্য মুভি” সিনেমায় অভিষেক ঘটতে চলেছে কোহলির।
গত বৃহস্পতিবার নিজের ট্যুইটার অ্যাকাউন্টে “ট্রেলার দ্য মুভি”-র একটি ছবি পোস্ট করে বিরাট কোহলি লেখেন -“১০ বছর পর ফের অভিষেক হতে চলেছে। আর অপেক্ষা করতে পারছি না।” ১০ বছর আগেই ক্রিকেটে অভিষেক হইয়েছিল বিরাট কোহলির। আবার দশ বছর পর এবার সিনেমায় অভিনেতা হিসেবে অভিষেক ঘটতে চলেছে তাঁর।
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্ত্রী অনুষ্কা শর্মার হাত ধরেই তিনি এবার সিনামার জগতে পা রাখতে চলেছেন। চলতি সেপ্টেম্বর মাসের ২৮ তারিখ ছবিটি মুক্তি পেতে চলেছে।
Published on: সেপ্টে ২২, ২০১৮ @ ০৯:৫৬