Published on: মে ৪, ২০১৮ @ ০০:৪২
এসপিটি নিউজঃ বৃহস্পতিবার অভিনেত্রী নুসরত লাল রঙের পোশাকে কয়েকটি ছবি ট্যুইটারে পোস্ট করেছেন। আর তারপরই তাঁর ফ্যানেরা সেই ছবি দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন। সুন্দরী এই অভিনেত্রীকে লাল পোশাকে খুব সুন্দর লাগছে। বহু মানুষ তা লাইক করেন।
বর্তমানে টলিউডে অভিনেত্রীদের মধ্যে নুসরত নিজের জায়গা করে নিয়েছেন। ইতিমধ্যে বেশ কয়েকটি ছবিতে তিনি নিজের দক্ষতার প্রমান রেখেছেন। ২০১৭ সালে রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘বলো দুর্গা মাই কি’ ছবিতে তাঁর অভিনয় নজর কাড়ে।
তাঁর জনপ্রিয় ছবিগুলির মধ্যে ‘জামাই ৪২০’, ‘হর হর ব্যোমকেশ’, ‘জুলফিকার’, ‘লাভ এক্সপ্রেস’ উল্লেখযোগ্য।
এদিন নুসরত তাঁর ট্যুইটে লেখেন-লালের প্রতি ভালোবাসা। আজকের শো-এ এটাই আমার রূপ।তাঁর এই লাল পোশাকে রূপের ছটা যেন বেশি করে প্রকাশ হয়েছে। ফ্যানেরা সকলেই এদিন এই সুন্দরী অভিনেত্রীর রূপের প্রশংসায় পঞ্চমুখ হন। ছবি-ট্যুইটার
Published on: মে ৪, ২০১৮ @ ০০:৪২