রুদ্ধশ্বাস ফাইনালে টিম UK-কে হারিয়ে চ্যাম্পিয়ন TAFI

Main খেলা দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: জানু ২৮, ২০২৪ at ২৩:৫৩
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ২৮ জানুয়ারি: হায়দরাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে হেরে গিয়েছে ভারত। কিন্তু কলকাতায় এক বন্ধুত্বপূর্ণ ক্রিকেট প্রতিযোগিতায় টিম ইউকে-কে হারিয়ে দিয়েছে ভারতেরই একটি দল টাফি। আজ রবিবার বেঙ্গল-ব্রিটেন ফ্রেন্ডশিপ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনালে এদিন রুদ্ধশ্বাস ম্যাচে দুই উইকেটে টিম ইউকে-কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া বা টাফি।

শনিবার ২৭ জানুয়ারি বেঙ্গল-ব্রিটেন ফ্রেন্ডশিপ ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে স্কাল ইন্টারন্যাশনালকে হারিয়ে টিম ইউকে এবং ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া-কে হারিয়ে ট্রাভেলে এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া বা টাফি ফাইনালে ওঠে। আজ রবিবার ২৮ জানুয়ারি ছিল ফাইনাল ম্যাচ। এই ম্যাচকে ঘিরে ভ্রমণ বাণিজ্য অংশীদারদের মধ্যে উৎসাহ ছিল তুঙ্গে।

রবিবার সকাল থেকেই আবহাওয়া ছিল একেবারে খেলার অনুকূলে। রোদের সঙ্গে  হাওয়ায় ছিল। প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় টাফি। এদিন টাফি’র টিমে কিছু পরিবর্তন হয়। তবে নতুন যারা এদিন দলে স্থান পেয়েছেন তারা কিন্তু নিরাশ করেননি। টিম টাফি’র ক্যাপ্টেন অনিল পাঞ্জাবি প্রথম থেকেই দলের খেলোয়াড়দের উৎসাহ দিয়ে গিয়েছেন। একটা সময় টাফি’র খেলোয়াড়দের মধ্যে একের পর এক মিস ফিল্ডিং চোখে পড়ছিল। সেই পরিস্থিতির মধ্যে দুর্দান্ত একটি ক্যাচ ধরেন ক্যাপ্টেন অনিল পাঞ্জাবি। আর তখনই তাঁর হাতের আঙুলে চোট লাগে। ফেটে গিয়ে রক্ত পড়তে থাকে। যদিও কিছু সময় বাদে হাতে ব্যান্ডেজ পরেই ফের মাঠে নেমে পড়েন ক্যাপ্টেন পাঞ্জাবি। দলকে নেতৃত্ব দেন। পরে ব্যাট হাতে নেমেও রান করেন।

প্রথমে ব্যাট করতে নেমে ধীরে রান তোলা শুরু করে টিম ইউকে। প্রথম আট ওভারে তারা তোলে ৬৫ রান। কিন্তু দশ ওভারের পর থেকেই রান তোলার গতি বাড়াতে শুরু করে তারা।২০ ওভারে মাত্র পাঁচ উইকেট হারিয়ে ১৮৪ রান তোলে। ৫৫ বলে ৮১ রান করে দলের ভিত মজবুত করে অক্সত আগরওয়াল। তাঁর ইনিংসে ১২টি চার ও দুটি ছয় ছিল।

টাফিকে ১৮৫ রানের টার্গেট দেয় টিম ইউকে। শক্ত চ্যালেঞ্জ নিয়ে ব্যাট করতে নামে তারা। প্রথম ১১ ওভারে বিনা উইকেটে ১১০ রান তোলে। এইসময় মনে হচ্ছিল খুব অনায়াসেই ম্যাচ বের করে নিয়ে যাবে টাফি। কিন্তু ১২ ওভারেই খেলার মোর ঘুরিয়ে দেয় টিম ইউকে’র ক্যাপ্টেন অমিত সেনগুপ্ত। অসাধারণ স্পিনবোলিং-এ তিনি ফিরিয়ে দেন টাফির ওপেনিং জুটির ব্যাটসম্যান ধীমান সেনগুপ্তকে। ধীমান আগের ম্যাচের মতো এই ম্যাচেও খুব ভাল খেলেছে। ২৯ বলে ৪২ রানের ইনিংসে ছিল আটটি বাউন্ডারি। এরপর নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে প্যাবেলিয়নে ফিরে যেতে হয় কিশোর মাদনানিকে। যিনি নিজেই একটা দুর্দান্ত ইনিংসে খেলে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। এরপর পর এক উইকেট পড়তে থাকে টাফি’র।

এইসময় আবার মনে হচ্ছিল টাফি’র হাত থেকে ম্যাচ বেরিয়ে যাচ্ছে। এইসময় টাফি’র ক্যাপ্টেন অনিল পাঞ্জাবি ও তাঁর ছেলে শাবাদ পাঞ্জাবি এসে কিছুটা স্মাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু আবারও রান আউট হয়ে ফিরে যেতে হয় শাবাদকে। এবার ব্যাট করতে নামেন হর্শল মাদনানি। কিন্তু উইকেটে তিনিও সেভাবে সেট হতে পারছিলেন না। এরই মধ্যে অনিল পাঞ্জাবি আউট হতেই টাফি খুব কঠিন পরিস্থিতির মুখে এসে দাঁড়ায়। একটা সময় মাত্র ২৪ বলে ৪৪রানের লক্ষ্য দাঁড়ায়। সেইসময় ব্যাট হাতে নামে টাফি’র এমনকি এই টুর্নামেন্টের খুদে ক্রিকেটার সিদ্ধান্ত আগরওয়াল। অত্যন্ত ঠান্ডা মাথায় প্রথম তিন বলে পর পর তিনটে বাউন্ডারি মেরে নেতিয়ে পড়া ম্যাচকে ফের চাঙ্গা করে টাফি’র জেতার আশা জাগিয়ে তোলেন। শেষ পর্যন্ত ২৭ রানের অত্যন্ত মূল্যবান একটি ইনিংস খেলে দলকে জিতিয়ে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।দুই উইকেট হাতে নিয়েই ম্যাচ জিতে যায় টাফি।

এদিন ফাইনাল ম্যাচ দেখতে কলকাতা ময়দানে পুলিশ অ্যাথলেটিক ক্লাবের মাঠে হাজির হয়েছিলেন বিশিষ্ট ক্রীড়া ভাষ্যকার প্রদীপ রায়। এই ম্যাচটি দেখে তিনি বলেন, দুর্দান্ত একটি ম্যাচ উপভোগ করলাম।কিকেট যে অনিশ্চয়তার খেলা সেটা এদিনের ম্যাচে ফুটে উঠেছে। কোন দল জিতবে বোঝা যাচ্ছিল না। ম্যাচের ফলাফল জানতে শেষ বল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। এটাই ক্রিকেট। এখানেই ক্রিকেট জয়ী হয়েছে।

এদিনের ফাইনাল ম্যাচে সেরা খেলোয়াড়ের হাতে প্লেয়ার অব দ্য ম্যাচ-এর পুরস্কার তুলে দেওয়া হয় টাফি’র কিশোর মাদনানি’র হাতে। আর প্লেয়ার অব স্য সিরিজ হন টিম ইউকে-র ক্যাপ্টেন অমিত সেনগুপ্ত। এছাড়াও সেরা উইকেট রক্ষকের পুরস্কার পান টাই-এর ক্যাপ্টেন মানব সোনি।

এদিন এয়ারলাইন কোম্পানি ভিস্তারা ও এয়ার অ্যারাবিয়ার পক্ষ থেকে সেরা খেলোয়াড়দের হাতে বিমানের ফ্রি টিকিট তুলে দেওয়া হয়। এছাড়াও টুনার্মেন্টকে সফল করতে যে সব বাণিজ্যিক সংস্থা এগিয়ে এসেছে সেই সংস্থাগুলিকে স্মারক দিয়ে সম্মানিত করা হয়। তাদের মধ্যে ছিল -এয়ার ভিস্তারা, এয়ার অ্যারাবিয়া, পিয়ারলেস হোটেল, ওয়ারহাউস ক্যাফে, কেনিলওয়ার্থ হোটেল, চাঁদনি ট্রাভেলস, 911i, ইন্টারগ্লোব টেকনোলজি কোটিয়েন্ট এবং অর্কিড ইনকামিং।

 

Published on: জানু ২৮, ২০২৪ at ২৩:৫৩


শেয়ার করুন