
সংবাদদাতা-বাপ্পা মণ্ডল ছবি-রামপ্রসাদ সাউ
Published on: ডিসে ২৭, ২০১৭ @ ২১:৩১
এসপিটি নিউজ, ঝাড়গ্রাম, ২৭ ডিসেম্বরঃ কথায় আছে কারও পৌষ মাস তো কারও ভাদ্র মাস। ত্যাঙ্ক ভর্তি দেজেল রাস্তাত্য গড়িয়ে পড়ছে আর তা হরির লুঠের মতো তুলে নিচ্ছে একদল মানুষ। আজ বুধবার বিকেলে ঝাড়গ্রামের নেতুরা এলাকায় এমনভাবেই ডিজেল লুঠ হয়ে গেল। আর তা হল একেবারে দিনের আলোতেই। বিনা মূল্যে তার উপর আবার ফোকটে, এমন সুযোগ কে আর ছাড়ে-তাই আশপাশের লোকজন যে যেমন পেরেছে ঘট-বাটি-মগ-বালতি-গামলা-হাঁড়ি নিয়ে ডিজেল নিতে শুরু করে দিল।শুরু হয়ে গেল হুড়োহুড়ি। ততক্ষনে দে ছুট গাড়ির চালক আর খালাসি। বুধবারের বিকেলে এক অদ্ভূত কাণ্ড দেখল সেখানকার প্রত্যক্ষদর্শীরা।
ঘটনায় প্রকাশ, বুধবার ঝাড়খণ্ডের জামশেদপুর থেকে একটি ডিজেল ভর্তি ট্যাঙ্কার কলকাতার দিকে যাচ্ছিল। কিন্তু ঝাড়গ্রামের নেতুরা এলাকায় আসার পরই ট্যাঙ্কারটি উলটে যায়। সেই মুহূর্তে ট্যাঞকারের চালক ও খালাসি পালিয়ে যায়। রাস্তার উপর ট্যাঙ্কারটি উলটে যাওয়ায় বেশ কিছু সময় ঐ রাস্তায় যান চলয়াচল বন্ধ থাকে। রাস্তায় ডিজেল পড়ে গড়াতে থাকে।এই খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে।যেখানে যাওয়ার কথা ট্যাঙ্কারটির সেখানে তো পৌঁছতে পারলই না বরং তাদের ডিজেল নিমেষেই লুঠ হয়ে গেল প্রকাশ্যে। আশপাশের কিছু সুযোগ-সন্ধানী লুঠের দল এসে ঘট-বাটি-মগ-বালতি হাতে এসে গড়িয়ে পড়া ডিজেল তুলতে থাকল। আর তা নিয়ে রীতিমতো হুড়োহুড়ি পড়ে গেল ৬ নম্বর জাতীয় সড়কে।
পুলিশ জানিয়েছে, নেতুরা এলাকায় জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলছে। যার ফলে রাস্তার একদিকের মাটি আলগা ছিল।মাটি আলগা থাকার কারণে ডিজেল ভর্তি ট্যাঙ্কারটি উলটে যায়। পুলিশ ট্যাঙ্কারটিকে রাস্তা থেকে সরানোর পর ৬ নম্বর জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।Published on: ডিসে ২৭, ২০১৭ @ ২১:৩১