Published on: আগ ২, ২০১৮ @ ২৩:০০
এসপিটি নিউজ, ঝাড়গ্রাম, ২ আগস্টঃ গেছিলেন দলের কোর কমিটির বৈঠক করতে। আর সেখানে গিয়ে তিনি তৃণমূলের সদস্য কর্মীদের দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা। একই সঙ্গে জানিয়ে দিলেন আগামী ৯ আগস্ট ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সেখানে কোনও দলীয় কর্মী যেন দলের পতাকা না নিয়ে আসেন।
বৃহস্পতিবার তৃণমূলের দলীয় এই বৈঠকের পরে ঝাড়গ্রাম জেলা বিজেপির অনেক নেতা তৃণমূলে যোগ দেন। বেলপাহাড়ি পঞ্চায়েত সমিতির অধীন তথা বিনপুর দুই ব্লকের কাঁকো পঞ্চায়েতে জয়ী আদিবাসী সমন্বয় মঞ্চের তিনজন, বিজেপির জয়ী প্রার্থী একজন এবং জয়ী দুই নির্দল প্রার্থী এদিন বিজেপিতে যোদদান করেন।এদিন পার্থবাবু সাংবাদিক সম্মেলনে জানান আগে ও পরে বিজেপির ষাটজন জেলানেতা, মন্ডল সভাপতি, নির্বাচিত প্রার্থীরা দলে যোগ দিয়েছেন।তাদের সাথে হাজার তিনেক বিজেপি কর্মী-সমর্থক তৃণমূলে যোগদান করেছে।
জুন মাসে লালগড়ে বাস দুর্ঘটনায় নিহত সাতজন এবং তৃণমূলের আন্দোলনে শহিদ এমন দুটি পরিবারের মোট ন’জনকে শিক্ষা ভবনে চাকরির কাগজ তুলে দেন পার্থ চট্টোপাধ্যায়। এই নয়জনের মধ্যে এদিন দু’জন অনুপস্থিত ছিলেন। দরিদ্র পরিবারের সদস্যরা চাকরি পেয়ে কার্যত খুশি। তারা সকলে ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে।
পার্থবাবু সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন “রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের জীবনের বাজি ধরে জঙ্গলমহলকে উদ্ধার করেছেন,উন্নয়ন করেছেন।তাতে কিছু অংশকে বাইরের লোক এনে অর্থের লোভ দেখিয়ে বিজেপিকে জিতিয়েছে।এখন তাদেরই রাখতে পারচ্ছে না।মুখ্যমন্ত্রী সবাইকে গ্রহণ করেছেন। যারা ভুল বুঝেছিল তাদের কাছে টেনে নেওয়া দরকার।বিজেপি তাদের প্রার্থীদের ঝাড়খন্ডে আটকে রাখছে বলেও অভিযোগ করেন পার্থ চট্টোপাধ্যায়।
অনুপ্রবেশ কারিদের বাংলা থেকে বের করে দেওয়ার দাবিতে এদিন কলকাতায় বিজেপির মিছিলের বিরুদ্ধে পার্থ চট্টোপাধ্যায় বলেন, “এটা বিজেপির লোকদেখানো। মুখ্যমন্ত্রী সর্বপ্রথম দিল্লি যাওয়ার আগে এর বিরোধিতা করেন। উনি এদের পাশে ছিলেন, আছেন এবং আগামী দিনও থাকবেন।
Published on: আগ ২, ২০১৮ @ ২৩:০০