Published on: নভে ৩০, ২০২০ @ ১৭:০৫
এসপিটি নিউজ, ঝাড়গ্রাম, ৩০ নভেম্বর: ফের আরও একটি হাতির মৃত্যু হল জঙ্গলমহলে। সোমবার সকালে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের পাথরা অঞ্চলের নিশ্চিন্তার জঙ্গলে একটি পূর্ণবয়স্ক হাতিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা বন দফতরকে খবর দিলে তারা এসে মৃত হাতিটিকে ময়না তদন্তের জন্য নিয়ে যায়।
বন দফতরের আধিকারিক থেকে কর্মীরা ঘটনাস্থলে এসে মৃত হাতিটিকে দেখেন। প্রাথমিক অবস্থায় তাদের মনে হয়েছে, হাতিটি জঙ্গলে গাছের ডাল ভাঙার সময় সম্ভবত তড়িদাহত হয়ে মারা গেছে। তবে এসবই অনুমান। আর অনুমানের উপর ভিত্তি করে কিছু বলা ঠিক নয়। তাই তারা জানিয়েছে, হাতিটির মৃতদেহের ময়না তদন্ত করা হবে। তারপরেই জানা যাবে ঠিক কি কারণে হাতিটির মৃত্যু হয়েছে।
হাতিটিও মারা যাওয়ার পর সকালে স্থানীয় গ্রামবাসীরা সেখানে চলে আসে। তারা হাতিটির মৃতদেহের পাশে ধূপ জ্বালায়। হাতিটিকে ফুলের মালা পরিয়ে পুজো দেয়। বলে রাখা দরকার, জঙ্গলমহলের মানুষের চিরাচরিত প্রথা অনুযায়ী তারা হাতিকে দেবতা জ্ঞানে মানে। হতে পারে হাতির পাল তাদের ক্ষেত থেকে ঘর-বাড়ি নষ্ট করে। কিন্তু তবু তারা হাতিকে মানে। তাই হাতির মৃত্যু হলে প্রতিবারই তারা এসে রীতি-আচার মেনে চলে। এই বছর এর আগে আরও বেশ কয়েকটি হাতির মৃত্যু হয়েছে।
Published on: নভে ৩০, ২০২০ @ ১৭:০৫