ইসকনে পালিত হবে ঐতিহ্যবাহী পানিহাটির দন্ডমহোৎসব, শুরু ১৬ জুন

Main দেশ ধর্ম ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: জুন ১০, ২০২৪ at ২১:৪৭

এসপিটি নিউজ, কলকাতা, ১০ জুন: প্রতি বছরের ন্যায়  এবছর ২০শে জুন বৃহস্পতিবার ২০২৪ পানিহাটির চিড়াদধিদন্ডমহোৎসব মহাসমারোহে যথাযথ ধর্মীয় মর্যাদার সঙ্গে পালন করা হবে। ইসকনের প্রধান কেন্দ্র শ্রীধামমায়াপুর সহ বিশ্বব্যাপী সমস্ত শাখা কেন্দ্রে এই উৎসব পালন করা হবে। সবচেয়ে বড় উল্লেখযোগ্য চিড়াদধিদন্ডমহোৎসব পালিত হবে আমেরিকার আটলান্টা শাখা কেন্দ্রে। ইসকন পানিহাটির শ্রীশ্রীগৌরনিতাই মন্দিরে ১৬ই জুন ২০২৪ থেকে ২০শে জুন ২০২৪ এই ৫ দিন ব্যাপী চিড়া-দধিদন্ডমহোৎসব বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হবে।

এইদন্ড (শাস্তি) দিয়েছিলেন শ্রীনিত্যাত্যানন্দপ্রভু ১৫১৪ খ্রিস্টাব্দে তথা ৯২১ বঙ্গাব্দে বিশ লক্ষ স্বর্ণমুদ্রা মাসিক আয় সমন্বিত হুগলি জেলার অন্তর্গত শ্রীকৃষ্ণপুরের জমিদার শ্রীগোবর্ধন মজুমদারের একমাত্র পুত্র শ্রীচৈতন্যপার্ষদ শ্রীরঘুনাথদাস গোস্বামীকে। দন্ডটি ছিল শ্রীশ্রীনিত্যানন্দ-গৌরাঙ্গের ভক্তবৃন্দকে চিড়া-দধি ভোজন করানো। কোন অপরাধে, কেন দন্ড দিয়েছিলেন? অপরাধটি ছিল শ্রীনিত্যানন্দপ্রভুর আর্শীবাদ না নিয়ে রঘুনাথ শ্রীচৈতন্যমহাপ্রভুর কৃপালাভ করার প্রয়াস করেছিলেন। অত্যন্ত আনন্দের সহিত তিনি এই দন্ড গ্রহণ করেছিলেন। আজ থেকে ৫০৮ বৎসর পূর্বে বিশাল সমারোহে রঘুনাথ “চিড়া-দধি” মহোৎসবের আয়োজন করেছিলেন। তখন শ্রীচৈতন্যমহাপ্রভু সন্ন্যাসী বেশে পুরীধামে অবস্থান করলেও নিত্যানন্দপ্রভুর আহ্বানে এই অপ্রাকৃত মহোৎসবে তাঁর দিব্যস্বরূপে যোগদান করে নিত্যানন্দপ্রভুর শ্রীহস্ত থেকে ভোগগ্রহণ করেছিলেন। শ্রীরঘুনাথ দাস লক্ষ লক্ষ ভক্তমন্ডলীকে “চিড়া-দধি” প্রসাদ বিতরণ করেছিলেন।

ইসকন মায়াপুরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস এক প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর দিয়ে জানিয়েছেন , কয়েকজন পার্ষদব্যাতীত শ্রীচৈতন্যমহাপ্রভুর এই দিব্যলীলা অন্যেরা দর্শনের সৌভাগ্য লাভ করতে পারেননি। সেই ঐতিহ্য স্মরণ করে প্রতিবছর জৈষ্ঠ্য শুক্লা ত্রয়োদশীতে গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে গঙ্গাতটে বিশাল বটবৃক্ষের স্নিগ্ধ সুশীতল ছায়ায় আজও এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে।

এই উৎসব স্তিমিত করে দেয় হিংসা – দ্বেষ এর বাতাবরণকে, আবদ্ধ করে দেয় শ্রীচৈতন্যমহাপ্রভুর প্রেম-শৃঙ্খলে। জাতি, ধর্ম, বর্ণনির্বিশেষে বিভিন্ন সম্প্রদায়ের লক্ষলক্ষ মানবের মিলন ক্ষেত্র, মিলনমেলা এই উৎসব। এইদিন সমগ্র বিশ্বে ইসকনের প্রতিটি শাখাকেন্দ্রে এই “পানিহাটিদন্ডমহোৎসব”  মহাসমারোহে উদযাপিতহবে।

শ্রীধাম মায়াপুরে পতীতপাবনী গঙ্গামন্দিরে মহাসমারোহে যথাযথ ধর্মীয় মর্যাদার সঙ্গে এই উৎসব পালন করা হবে।

প্রতীকি ছবি

Published on: জুন ১০, ২০২৪ at ২১:৪৭


শেয়ার করুন