
Published on: মে ৪, ২০১৯ @ ১১:১৪
এসপিটি নিউজ ডেস্ক: জঙ্গলের ভিতর পূর্ণ বয়স্ক এক অটি বাঘের লাশ দেখে হকচকিয়ে গিয়েছিলেন বঙ্কর্মীরা। এভাবে একটি বাঘের মৃত্যু হল। খবর দেওয়া হয়েছিল বন দফতরের চিকিৎসক সহ আধিকারিকদের। তারা এসে বাঘটিকে দেখে প্রাথমিক ভাবে জানিয়ে দেন যে বাঘটির স্বাভাবিক মৃত্যু হয়েছে। উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্কের ভিতর গভীর অরণ্যে বাঘটির লাশ ঘিরে শুরু হয় জল্পনা।
তবে প্রাথমিকভাবে বাঘটির স্বাভাবিক মৃত্যুর কথা বলা হলেও ময়না তদন্তের রিপোর্ট পাওয়া না গেলে নিশ্চিত করে বলা যাবে না বাঘটির ঠিক কিভাবে মৃত্যু হয়েছে।
তবে সেই রিপোর্ট পাওয়ার পর বন আধিকারিকরা নিশ্চিত হয়েছেন বাঘটির স্বাভাবিক মৃত্যুই হয়েছে।
Published on: মে ৪, ২০১৯ @ ১১:১৪