জানেন কি, মোহালিতে আজ অবসর নিতে চলেছে ধোনি

খেলা দেশ বন্যপ্রাণ
শেয়ার করুন

এসপিটি নিউজ ডেস্কঃ আজ চণ্ডীগড়ে মোহালি স্টেডিয়ামে ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় একদিনের ম্যাচটি অত্যন্ত আবেগপূর্ণ হয়ে উঠতে চলেছে। কারণ, এই ম্যাচটি শেষ হলেই ধোনি তার দায়িত্ব থেকে অব্যাহতি নেবে। অবসর গ্রহণ করবে তার কর্ম জীবন থেকে। হ্যাঁ, এমনটাই ঘটতে চলেছে আজ পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে। এটা কোনও গুজব নয় একেবারে সত্যি-তবে জানিয়ে রাখি, ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি নয়, আমরা এখানে ‘স্নিফার ডগ-ধোনি ‘-র কথাই বলছি। যে গত ১০ বছর ধরে মোহালি জেলা পুলিশকে দীর্ঘমেয়াদি চাকরি ছাড়াই তার সেবা প্রদান করে এসেছে।

আজ সূর্যাস্তের মধ্যেই সাদা ল্যাবরেডরকে মোহালি পুলিশ আনুষ্ঠানিকভাবে বিদায় জানাবে।ধোনির বিদায় মুহূর্ত এগিয়ে আসায় মোহালি পুলিশের সকলের মুখ ভার। কারণ, তাদের বর আপন কাছের প্রিয় সহকর্মীকে তারা আর কাছে পাবেন না। তাদের যে কোনও তদন্তেও যে আর থাকবে তাদের প্রিয় ধোনি।সেই তিন বছর বয়স থেকেই ধোনি তাদের নিরাপত্তা বাহিনীতে সহায়তা করে আসছে।

নিউজ এক্স-এ প্রকাশিত খবর থেক জানা গেছে, অবসর গ্রহণের পর ধনিকে কেউ যদি নিতে চায় তবে আবেদন করতে হবে, সেই আবেদনের ভিত্তিতে সেই পার্টির হাতে ধোনিকে তুলে দেবে মোহালি পুলিশ। ধোনির বিদায় বেলায় মাঠে উপস্থিত থাকবেন তারদুইর সহযোগী ডগ- জন ও প্রীতি। ডগ স্কোয়াডের ইনচার্জ হিসাবে, অমরিক সিং জানান, “ধোনি কয়েক বছর ধরে আন্তর্জাতিক ম্যাচে নিরাপত্তা কর্মকাণ্ডের ক্ষেত্রে পুলিশকে সহায়তা করে এসেছে।আন্তর্জাতিক ক্রিকেটে পিসিএ স্টেডিয়ামে নিরাপত্তা রক্ষা করার জন্য ধোনি আমাদের সাহায্য করতেন। ২০১১ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত বিশ্বকাপ সেমিফাইনালের সময় উভয় দেশের প্রধানমন্ত্রীরা শহরে আসেন। ধোনি আমাদের সাথে কাজ করছিলেন, “ডেকান ক্রনিকলে তিনি একথা জানান।

অমরিক আরও বলেন, ধোনি বিস্ফোরক স্নাক্ত করার ক্ষেত্রে বিশেষজ্ঞ এবং অনেক উঁচুতে সে লাফাতে পারে। ছয় থেকে সাত ঘণ্টা ঘুমতে পছন্দ করে। তবে দিনের শেষেই সে ঘুমায়। কোনও অনুসন্ধান অপারেশন করার সময় আমাদের অন্য কুকুরগুলির মধ্যে ও সবচেয়ে দ্রুতগামী। এবার আমরা তাকে মিস করতে যাচ্ছি। ধোনি আমাদের জন্য এক মহান সম্পদ হয়েছে। ” ,.

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 46 = 51