
সংবাদদাতা- সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়
Published on: জানু ৩০, ২০১৮ @ ২৩:০৯
এসপিটি নিউজ,বারুইপুর, ৩০ জানুয়ারিঃ আছে দুই ছেলে। কিন্তু তবু খাওয়াই জোটে না আশি বছরের বৃদ্ধা অনিতা ঘোষের। সেই খাবারের জন্য এর আগে দ্বারস্থ হন আদালতের। এবার বাকি পর্বটুকুও সম্পূর্ণ হয়ে গেল। সম্পত্তি লিখে না দেওয়ায় ছোট বউমার হাতে মার খেতে হল। তারপর ঘাড় ধাক্কা দিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেওয়ারও অভিযোগ উঠল।অবশেষে পুলিশের দ্বারস্থ হলে তারাই তাকে ঘরে ফিরিয়ে দিয়ে এল।সেইসঙ্গে ছোট ছেলে ও বউমাকে সতর্ক করে দিয়ে এল পুলিশ। সোমবার রাতে সোনারপুরের এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
সম্পত্তি লিখে না দেওয়ার কারণে শীতের রাতে ৮০ বছরের বৃদ্ধাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে ছোট বউমার বিরুদ্ধে।রাতেই অসহায় হয়ে ওই বৃদ্ধা সোনারপুর থানায় যান। সেখানে তিনি তার ছোট ছেলে সন্টু ঘোষ আর ছোট বউমা কৃষ্ণা ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।অভিযোগ পেয়ে সোনারপুর থানার আইসি পরেশ রায়ের নির্দেশে পুলিশ মানবিক মুখ নিয়ে সোমবার রাতেই নিজেদের গাড়িতে চাপিয়ে ওই বৃদ্ধাকে বাড়িতে পৌঁছে দিইয়ে আসে।একই সাথে ছোট ছেলে আর বউমাকে কড়া ভাবে সতর্কও করে দিয়ে আসে পুলিশ। ঘটনাটি ঘটে সোনারপুর থানার ঘোষ পাড়া এলাকায়।
সোনারপুরের ঘোষ পাড়া এলাকায় স্বামীর মৃত্যুর পর নিজের বাড়িতেই থাকেন ৮০ বছরের বৃদ্ধা অনিতা ঘোষ। বড় ছেলে সুশীল ঘোষ আর ছোট ছেলে সন্টু ঘোষ পরিবার নিয়ে ওই জায়গাতেই থাকত। এর আগে দুবেলা এক মুঠো খাবারের জন্য আদালতের দারস্থ হয়েছিলেন বৃদ্ধা মা। খোরপোশ মামলা করলে তার পর থেকে বড় ছেলে সুশীল ঘোষ মাকে মাসিক ২৫০ টাকা করে দিত।
এছাড়া অন্যান্য আত্মীদের আর্থিক সাহায্যে দিন গুজরান করত বৃদ্ধা মা। বৃদ্ধার অভিযোগ,বড় ছেলে সোনার দোকানে কাজ করে আর ছোট ছেলে সন্টু ঘোষ বাড়িতেই একটি হার্ডওয়ারের দোকান চালায়। বড় ছেলে আর ছোট ছেলে কেউ নজর দিত না মায়ের উপর। এর পর কয়েক দিন ধরে ছোট ছেলে আর ছোট বউমা সম্পত্তি লিখে দেওয়ার জন্য মারধর করছিল।
অভিযোগ, সোমবার রাতে ছোট বউমা কৃষ্ণা ঘোষ অত্যাচার করে শীতের রাতে বের করে দেয় বাড়ি থেকে। ছোট ছেলে কোনও প্রতিবাদ করেনি। এর পর বৃদ্ধা থানায় গিয়ে পুলিশের দ্বারস্থ হন। পুলিশ পরে তাকে বাড়ি পৌঁছে দেয়।
এই ঘটনায় প্রতিবেশীরাও ছোট বউমা আর ছোট ছেলের শাস্তির দাবিতে সরব হয়েছে।নিন্দা করেছে তাদের। একই সাথে সোনারপুর থানার পুলিশের ভূমিকার প্রশংসা করে সাধুবাদ জানিয়েছেন এই উদ্যোগকে।
Published on: জানু ৩০, ২০১৮ @ ২৩:০৯