চলছে ফণী’র তান্ডব, ভুবনেশ্বরে এই দুর্যোগের মধ্যেই রেলের হাসপাতালে জন্ম হল এক শিশু-কন্যার

আবহাওয়া দেশ রেল স্বাস্থ্য ও বিজ্ঞান
শেয়ার করুন

Published on: মে ৩, ২০১৯ @ ১৬:০৯

এসপিটি নিউজ ডেস্কঃ প্রাকৃতিক দুর্যোগ যে সকলের কাছে দুঃসংবাদ বয়ে আনে মেওনটা নয় তা এদিন আবারও প্রমাণিত হল। ভয়াবহ ঘূর্ণীঝড় ‘ফণী’ যখন উড়িষ্যা উপকূলে আঁছড়ে পড়েছে তার পরই এক মহিলা জন্ম দেন ফুটফুটে কে শিশু-কন্যার। এই প্রসূতি হলেন রেলের কর্মচারী, আজ সকাল ১১টা ৩ মিনিটে ভুবনেশ্বরের রেলের হাসপাতালে এই প্রসূতি শিশুর জন্ম দেন।সংবাদ সংস্থা এএনআই এই খবর দিয়েছে।

আজ সকাল থেকেই গোটা উড়িষ্যা জুড়ে দুর্যোগের ঘনঘটা। চারিদিকে কালো করে এসেছে। সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছিল। কিছু সময়ের মধ্যেই ভয়াবহ ঘূর্ণীঝড়ে আঁছড়ে পড়ে। ভুবনেশ্বর রেলের হাসপাতালে যখন শিশুর প্রসব হচ্ছে বাইরে তখন ভয়াবহ ঘূর্ণিঝড় ‘ফণী’র তান্ডব চলছে। এর মধ্যেই জন্ম হয়ে সেই শিশুর।

চিকিৎসক ও হাসপাতালের নার্সরা জানিয়েছেন শিশু ও মা উভয়ই ভালো আছে। এসি শিশুর জন্ম যেহেতু ভয়াবহ ঘূর্ণীঝড় ‘ফনী’র মধ্যেই হয়েছে তাই এর নামকরন করা হয়েছে ওই নামে।

এই মহিলা মঞ্চেশ্বরে রেলের কোচ রিপেয়ার ওয়ার্কশপের হেল্পার।

Published on: মে ৩, ২০১৯ @ ১৬:০৯

ছবি-এএনআই

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 2