চন্দনযাত্রা শুরু মায়াপুর ইসকন মন্দিরে, ৫০০ বছরের প্রাচীন এই উৎসব

দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: এপ্রি ২৩, ২০১৮ @ ১৫:০১

এসপিটি নিউজ, মায়াপুর, ২৩ এপ্রিলঃ আমাদের দেশে উৎসবের শেষ নেই। বারো মাসে তেরো পার্বন লেগেই আছে। মায়াপুর ইসকনও তার বাইরে নয়।এখানে প্রায় প্রতি মাসেই কোনও না কোনও উৎসব লেগেই থাকে। তেমনই এক উৎসব চন্দনযাত্রা। বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়াতে এই উৎসবের সূচনা হয়। চলে টানা ২১ দিন ধরে। ভক্তের ভগবান তাঁর ভক্তের সেবা গ্রহণ করে বড়ই আনন্দ পান। সেই উপলক্ষ্যে পরমেশ্বর ভগবানের সর্বাঙ্গে চন্দন লেপন করা হয়। গত ১৮ এপ্রিল থেকে এই উৎসব শুরু হয়েছে বিশ্বব্যাপী ইসকনের প্রতিটি মন্দিরে। একযোগেই এই উৎসব পালন করা হয়।

মায়াপুর ইসকন মন্দিরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস এই উৎসব সম্পর্কে বলেন, প্রায় পাঁচ শত বছর আগে পুরীধামে নরেন্দ্র সরোবরে শ্রীশ্রীরাধামদন মোহনকে নিয়ে চন্দনযাত্রা শুরু হয়েছিল। সেই চন্দনযাত্রায় স্বয়ং শ্রীচৈতন্য মহাপ্রভু অংশ নিয়েছিলেন। তিনি প্রভূত আনন্দ লাভ করেছিলেন।সেই প্রাচীন ঐতিহ্যকে স্মরণ করে মায়াপুর ইসকনের সমাধি মন্দির পুষ্করিণীতে এই উৎসব মহা সমারোহে পালিত হয়ে আসছে প্রতি বছর। সারা বিশ্বেই এই উৎসব পালন করা হয়ে থাকে।

বৈশাখ মাসের শুক্লা তৃতীয়াকে অক্ষয় তৃতীয়া বলা হয়ে থাকে। এই দিনট বিশেষভাবে মাহাত্মপূর্ণ। এদিন থেকেই শুরু হয় চন্দনযাত্রা। মায়াপুর ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, মায়াপুরের চন্দ্রোদয় মন্দির থেকে শ্রীরাধামাধবকে বর্ণাঢ্য সংকীর্তন শোভাযাত্রা সহকারে সমাধি মন্দির         পুষ্করিণীরতে নিয়ে আসা হয়।এরপরের দৃশ্যগুলি বড়ই মনোরম। সুসজ্জিত নৌকায় করে চলে সলিল বিহার। চলে পুষ্করিণী প্রদক্ষিণ। আরতি, ভজন, নৃত্যগীত কত কি-ই না চলে।আগত সমস্ত ভক্তদের মধ্যে বিতরণ করা হয় প্রসাদ।প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত আটটা পর্যন্ত এই উৎসব চলে।

সারা দিনে গ্রীষ্মের প্রচন্ড দাবদাহের পর দিনের শেষে এই মনোরম চন্দনযাত্রা আগত দর্শনার্থীদের প্রাণের শান্তির আবেশ ছড়িয়ে দেয়।

Published on: এপ্রি ২৩, ২০১৮ @ ১৫:০১


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + = 11