Published on: মে ২৪, ২০১৮ @ ১৭:২৪
এসপিটি স্পোর্টস ডেস্কঃ আইপিএল এখনও শেষ হয়নি। কিন্তু তার আগেই এসে গেল ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির চোটের খবর। ঘাড়ে চোট পেয়ে বিরাটের কাউন্টি খে অনিশ্চিত হয়ে পড়ল। এখন তাঁকে সুস্থ করে তোলা জরুরী বলে জানিয়েছে বিসিসিআই।
বিসিসিআই সূত্রে খবর, বিরাটকে এখন তিন সপ্তাহের জন্য রিহ্যাব জরুরী। ১৫ জুনের পর দেখা হবে তিনি কতটা ফিট। যদি দেখা যায় পুরোপুরি সুস্থ আর তিনি যদি মনে করেন খেলতে পারবেন তবে তখন ইংল্যান্ড আর আয়ার্ল্যান্ড সফর নিয়ে ভাবা যাবে। এই মুহূর্তে ওঁর যা অবস্থা তাতে ইংল্যান্ডে কাউন্টি খেলা বিরাটের পক্ষে অসম্ভব শুধু নয় ওঁর পক্ষে ঝুঁকি হয়ে যাবে।
বোর্ডের তরফে জানানো হয়েছে, বিরাটের কাউন্টি খেলতে যাওয়ার ব্যাপারটি ঠিক হয়েছে মেডিক্যাল টিম যখন তাঁকে চেকআপ করে তারপর। ঠিক হয়েছে, এখন রিহ্যাবিলিটেশনে থাকবেন কোহলি। যেখানে তাঁর উপর নজর মেডিক্যাল টিমের চিকিৎসকরা। ১৫ জুন তাঁর ফিটনেস টেস্ট হবে। মেডিক্যাল টিম আশা প্রকাশ করেছে, ইংল্যান্ড ও আয়ার্ল্যান্ড সফরের জন্য বিরাট ১৫ জুনের আগেই পুরোপুরি ফিট হয়ে যাবেন।
বিসিসিআই-এর কার্যনির্বাহী সচিব অমিতাভ চৌধুরী জানিয়েছেন, গত ১৭ মে বেঙ্গালুরুর চেন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে ম্যাচে ঘাড়ে চোট পান কোহলি। ম্যাচের পর চোটের ব্যাথা কমে গেলেও পরে তা বাড়ে। আর তারপর তিনি মুম্বই যান চেকআপের জন্য। আর সেখানেই ঘাড়ে চোট লাগাটা ধরা পড়ে।
তবে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, অতিরিক্ত খেলার চাপেও এধরনের চোট লাগাটা অস্বাভাবিক কিছু নয়। পরিসংখ্যান বলছে-২০১৭ সালের জুন মাস থেকে ২০১৮ সাল পর্যন্ত ৯টি টেস্ট, গত ১২ মাসে ২৯টি একদিনের ম্যাচ, ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। গত এক বছরে ভারতীয় টিম ৫৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। যার মধ্যে বিরাট ছিলেন ৪৭টি ম্যাচে। এর উপর সব চেয়ে বেশি খেলেছেন রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়া। তাঁরা দু’জনেই ৪৮টি ম্যাচে অংশ নিয়েছেন।
Published on: মে ২৪, ২০১৮ @ ১৭:২৪