Published on: অক্টো ২৫, ২০২০ @ ১১:৪৬
এসপিটি নিউজ: আজ দার্জিলিংয়ের সুকনা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিকিমের বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও) নির্মিত একটি সড়কের উদ্বোধন করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।সংবাদ সংস্থা এএনআই এই খবর দিয়েছে।
West Bengal: Defence Minister Rajnath Singh inaugurates a road constructed by the Border Roads Organisation (BRO) in Sikkim, via video conferencing from Sukna, Darjeeling. pic.twitter.com/GVWh7J77Ja
— ANI (@ANI) October 25, 2020
সংবাদ সংস্থাটি জানিয়েছে- দার্জিলিংয়ের সুকনাতে ৩৩ কর্পসের সদর দফতর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বিকল্প অ্যালাইনমেন্ট গ্যাংটক – নাথুলা রোডের উদ্বোধন করেছেন।
Published on: অক্টো ২৫, ২০২০ @ ১১:৪৬