মকর সংক্রান্তির পূণ্যস্নানে জনসমুদ্রে ভাসলো সাগর, জন সমাগম প্রায় কুড়ি লক্ষ

দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়                         

Published on: জানু ১৪, ২০১৮ @ ১৭:৫৭

এসপিটি নিউজ, গঙ্গাসাগর, ১৪ জানুয়ারিঃ ধীরে ধীরে জড়ো হতে থাকা জনতা বাঁধ ভেঙে ঝাঁপিয়ে পড়ল সাগরের জলে।লক্ষ লক্ষ মাথার ভীড়ে মুখ লুকালো বালি।পিছু হটলো শীতের কামড়।সংক্রান্তির পূন্য স্নানের চেনা ছবিটা রবিবার  ভোরেই ফিরে এল সাগর তটে।কপালে তিলক কেটে ত্রিশূল জ্বলজ্বল চোখে কপিল মুনি ফের একবার তারিয়ে তারিয়ে উপভোগ করলেন কুম্ভ বা অর্ধকুম্ভ না থাকলেও গঙ্গাসাগর আছে গঙ্গাসাগরেই।

বছরের শুরু থেকে জাঁকিয়ে ঠান্ডা পড়তে শুরু করেছে এ রাজ্যে।যা বহাল আছে মকর সংক্রান্তি পর্যন্ত।হাড়হিম করা ঠান্ডা।তার উপরি পাওনা উত্তুরে ঠান্ডা হাওয়া।কুয়াশা কেটে বেড়ে ওঠা ঝাপসা রোদ টুকু নিজের তেজে নিজেই গরম হতে পারছে না।তারই মধ্যে অগ্রভাগে নাগা আর পিছনে সাধারণ পুন্যার্থীর দল মোক্ষ লাভের আকুলতায় দাঁতের কাঁপুনি আর হাঁটুর ঠকঠকানি কে আস্কারা না দিয়ে সটান জলে।

সাগরমেলা এখন অনেক পরিস্কার। নেই নোংরা আবর্জনা। পরিস্কার আর নির্মল স্থানে শামিল আসমুদ্র হিমাচল।গোড়ালি ডোবা জল থেকে কোমর জল পর্যন্ত নানা বয়সী ছেলে মেয়ে নিড়ানি হাতে সাদা বালির মধ্যে পয়সা খুঁজে বেড়াচ্ছে।গরুর  লেজ ধরে  চলছে স্বর্গে যাওয়ার কাজ। অন্যদিকে শুয়ে, বসে, ভেসে,এমন কি শীর্ষাসনে ও চলছে সূর্য প্রনাম।আর এ সবের জন্য যথেষ্ট নিরাপত্তা ব্যাবস্থা করা হয়েছে। এলাকাজুড়ে জেলা প্রশাষনের তরফে করা হয়েছে আঁটো সাঁটো নিরাপত্তা ব্যাবস্থা।কোস্টগার্ড ও জাতীয় বিপর্যয় মোকাবিলা দল টহল দিচ্ছে একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে।লঞ্চ, হোভার ক্রাপ্ট ও হেলিকপ্টার টহল দিচ্ছে সর্বত্র।মুখ্যমন্ত্রীর নির্দেশে মন্ত্রী সুব্রত মুখার্জী মেলায় দায়িত্ব নিয়ে আছেন সপ্তাহ খানেক আগে থেকে।সঙ্গে আছেন একাধিক মন্ত্রী।মেলা প্রাঙ্গন থেকে কচুবেড়িয়া সর্বত্র দায়িত্ব নিয়েছেন বিভিন্ন দফতরের মন্ত্রী। তবে মুখ্যমন্ত্রীর সাথে মেলা নিয়ে সব সময় যোগাযোগ রক্ষা করছেন সুব্রত বাবু।মেলা কে কেন্দ্র করে তেমন কোন বড় ঘটনার খবর নেই এদিন পর্যন্ত।তবে ঠান্ডাও প্রবল ভীড়ের চাপে কয়েক জন অসুস্থতা বোধ করায় সাগর অস্থায়ী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।বর্তমানে  সকলেই সেখানেই চিকিৎসাধীন।

রবিবার রাত থেকে পুণ্য স্নান শুরু হলেও চলবে সোমবার ভোর পর্যন্ত।আনুষ্ঠানিক ভাবে ৮ ই জানুয়ারি মেলা শুরু হতেই বেড়ে চলেছে সাধু সন্ত দের ভীড়।যার পরিপূর্ণ মাত্রা পেয়েছে মকরসংক্রান্তির ভোরে।ইতিমধ্যে বহু মানুষ কপিলমুনি মন্দিরে পূজা দিয়ে ফিরেও গেছেন।রাস্তায়  এখন ও আছেন বহু মানুষ।এবিষয় মন্ত্রী সুব্রত মুখার্জী বলেন,প্রায় কুড়ি লক্ষ মানুষ মেলায় এসেছেন এবার যা বিগত সব রেকর্ড কে ভেঙ্গে দিয়েছে।আগামী দুই এক দিন আরো ও এই ভীড় থাকবে।তাই প্রশাসন কে বিভিন্ন যায়গায় নজর রাখতে বলা হয়েছে।

Published on: জানু ১৪, ২০১৮ @ ১৭:৫৭


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

30 − 29 =