
এসপিটি নিউজ ডেস্কঃ ফের তুষারঝড়ে প্রাণ গেল এক সুইডিশ স্কিচালকের। নিখোঁজ হয়ে গেলেন আরও এক স্কিচালকও। তার খোঁজে উদ্ধারকারীরা তল্লাশি শুরু করেছে। তুষারঝড়ের আগাম সতর্কতা সত্ত্বেও কিভাবে তাদের স্কি চালানোর অনুমতি দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
বৃহস্পতিবার উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার গুলমার্গে স্কি-রিসর্টে এক ভয়াবহ তুষারঝড় আছড়ে পড়ে। সেই সময় সেখানে দু’জন সুইডিশ যুবক স্কি করছিলেন। পুলিশ জানিয়েছে, তাদের মধ্যে একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। মৃত সুইডিশের নাম ড্যানিয়েল (২৫। অপর সুইডিশ যুবক বেঞ্জামিন অ্যাসবর্স-এর কোনও খোঁজ পাওয়া যায়নি বৃহস্পতিবার রাত পর্যন্ত। তুষারঝড় যখন গণ্ডোলায় কেবল কারের এসে আছড়ে পড়ে তখন থেকি ঐ সুইডিশ যুবক বেপাত্তা।
ঐ পুলিশ কর্তা বলেন, নিখোঁজ ঐ সুইডিশ যুবকের খোঁজ পাওয়া যাবে। তার খোজে উদ্ধারকারী দল তল্লাশি চালাচ্ছে। আশ্চর্যের বিষয় হল, বুধবার কতৃপক্ষ গুলমার্গ সহ কাশ্মীরের বিভিন্ন এলাকায় তুষারঝড়ের আগাম সতর্কতা জারি করেছিল। তা সত্ত্বেও কি করে ঐ দু’জন সুইডিশ সেখানে চলে গেল আর স্কি করা শুরু করে দিল সেটাই একটা বড় প্রশ্ন।
এই প্রশ্ন তুলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। ট্যুইট করে তিনি বলেন, ২৪ ঘণ্টা আগে যেখানে সতর্কতা জারি করা হয়েছে সেখানে স্কি করার অনুমতি দেওয়া হল কি করে?সূত্রঃ ডেকান হেরাল্ড